You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন-২৫০ | একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি মঙ্গল গ্রহে চলে গেছেন, তখন কি করবেন?

in আমার বাংলা ব্লগlast year

তখন আর কি বা করার আছে! অলরেডি যখন মঙ্গল গ্রহে পৌঁছে গেছি তখন চুপচাপ কিছু সময় বসে মনটাকে স্থির করবো এবং কিভাবে এখানে বেঁচে থাকা যায় সেই চিন্তা করতে থাকবো। তাছাড়া যে মানুষটা আমাকে মঙ্গল গ্রহে পৌঁছে দিয়েছে তাকে খোঁজার চেষ্টা করব এবং খুঁজে পেলে তাকে আমার মঙ্গলের সাথী করে নেব।

Sort:  
 last year 

সত্যি ভাইয়া নতুন জায়গায় গিয়ে মনস্থির করে চিন্তা ভাবনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর কিভাবে এলাম সেটাও বুঝতে হবে। আর বেঁচে থাকার জন্যও সাথীর প্রয়োজন।

 last year 

ঠিক কথা বলেছেন আপু। সাথীর তো প্রয়োজন পড়বে, না হলে একা একা বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।

 last year 

চিন্তার কোনো কারণ নাই ভাই, আমরা আসতেছি ইলন মার্কসের এক্সপ্রেস করে। আমাদেরকে সাথী করে নিবেন হাহাহা😁

 last year 

ঠিক আছে ভাই, তাই হোক।

 last year 

তবে যে মানুষটা আপনাকে মঙ্গল গ্রহে পৌঁছে দিয়েছে, সে যদি মহিলা না হয়ে ছেলে হয় তখন কি করবেন ভাই?🤔🤔🤔🤔

 last year 

এখনো ওই বিষয়টা ভেবে দেখিনি দিদি, পরে ভেবে বলবো তাহলে কি করতাম!