You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৩

in আমার বাংলা ব্লগ9 months ago

২০১৬ সালের এই ঘটনাটা আমার এখনও মনে পড়ে। আমি একবার গাড়ি ভাড়া করে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে শিয়ালদহ আসছিলাম। আসার পথে একটা জ্যামে আমাদের গাড়ি অনেক সময়ের জন্য আটকে যায়। কিছু সময় পর দেখি যে, সেখানে তিন-চারটে বাচ্চা চলে এসেছে এবং আমাদের অনুমতি ছাড়াই আমাদের গাড়ির কাচ পরিষ্কার করে দিচ্ছে। কোনো রকম একটু কাচ পরিষ্কার করেই তারা টাকা নিতে ড্রাইভার এর কাছে আসে। গাড়ির ড্রাইভার তখন টাকা দিতে না চাইলে, ওরা রাস্তার পাশ থেকে নোংরা এনে গাড়ির উপর দিয়ে পালিয়ে যায়। এই ঘটনা দেখে সেইদিন খুব রাগ হয়েছিল বাচ্চাগুলোর উপর। তবে এখন এই ব্যপারটা মনে করলে অনেক হাসি পাই। সেইদিন বাচ্চাগুলোকে কিছু টাকা দিলে হয়তো আমাদের আর এমন সিচুয়েশনে পড়তে হতো না।