একটা দেশের শত কোটি মানুষকে একটা পতাকার দ্বারাই এক করা হয়। তাই এই পতাকার সম্মান সবার উপরে থাকা উচিত। এই পতাকার অসম্মান হলে জোরালো কন্ঠে প্রতিবাদ অবশ্যই করা উচিত। বাংলাদেশে আমাদের দেশের জাতীয় পতাকার যে অসম্মান ঘটেছে তা দেখে জাস্ট মর্মাহত আমি। 😭😭 যারা এই কাজটা করেছে তাদের ক্ষমা কোনদিন হবে না। এই অপরাধ ক্ষমার অযোগ্য।