You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮ :: পছন্দের পারফিউম নিয়ে আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

ফগ আর এক্স এই দুটি তো সব ব্যাচেলর ছেলেদের জাতীয় পারফিউম দাদা। আমি নিজেও এই দুটি পারফিউম ইউজ করতাম। আর এখনতো পারফিউম ব্যবহার করার কথা মনেই থাকেনা। বাড়ি থেকে বেরোনোর পর মনে হয় ইস আজকেও দিতে ভুলে গেছি পারফিউম।

তবে দাদা আপনার লেখা শেষের দিকে এসে অন্যদিকে নিয়ে গেল একদম। মায়ের শরীরের ওই গন্ধ টা পৃথিবীর সেরা পারফিউম দাদা। জড়িয়ে ধরে কত তৃপ্তি ভরে ওই গন্ধে গন্ধে ঘুমাতাম। আজও মনে পড়লে গা শিউরে ওঠে। কত দিন সে ভাবে আর ঘুমানো হয় না। অনেক দামী কথা বলেছেন দাদা পারফিউম নিয়ে। এ জন্যই হয়ত আপনি আমাদের সবার প্রিয় দাদা ❤️❤️❤️❤️

Sort:  

Thank You for sharing...