ছোট ভাগ্নে তো অনেক ট্যালেন্টেড হবে , কারণ এগুলো সুন্দর করে নষ্ট করতেও তো সবাই পারে না 😅। আর আপু আমি এবার সত্যি সত্যি রঙ্গিন কাগজ আর আঠা কিনেছি। কিন্তু বিশ্বাস করেন এভাবে ছবি দেখে আমি কেন যেন কনফিডেন্স পাচ্ছি না একদম। একটু না একটু গ্যাপ থাকছেই। তবে বসবো একদিন। যা হবার হবে। আর মাছ টা বেশ মিষ্টি হয়েছে 👌 । আপনার হাতের কাজ এমনিতেও অনেক সুন্দর। শুভেচ্ছা রইলো।
তাহলে নিশ্চয়ই সামনে রঙিন কাগজের সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো। অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভাইয়া।
মিসটেক