You are viewing a single comment's thread from:

RE: পটেটো এগ রোল

in আমার বাংলা ব্লগ2 years ago

শীতের দিনে এই রেসিপি গুলোর তুলনা নেই আপু। ভীষণ মজা লাগে সন্ধ্যা বেলা চা খাওয়ার আগে। কিন্তু কে বানিয়ে খাওয়াবে 😭😭!! আপনার বাড়ির আশেপাশে কি ফাঁকা জায়গা আছে নাকি আপু? ছোট করে একটা বাড়ি বানিয়ে নিতাম তাহলে। এত মজার রেসিপি দেখে তো আর নিজেকে সামলানোর উপায় থাকে না 😅। আমার তো ভীষণ ভালো লেগেছে আপনার হাতে তৈরি এগ রোল টা। ধনিয়া পাতা দিলে মনে হয় আরো বেশি মজা লাগবে খেতে।

Sort:  
 2 years ago 

আমার বাড়ির পাশে অনেক ফাঁকা জায়গা আছে চলে আসেন একটা ঘর মাথায় তুলে নিয়ে। পুদিনা পাতা কিংবা ধনিয়া পাতা যেকোনো একটা দিলেই হয়।