You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন- ৩৮ || বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন?

প্রেম একবারই এসেছিল আমার জীবনে, বাড়ির পেছনের দরজার কোনা দিয়ে। তবে সেটা বসন্তকাল যেতে না যেতেই বাথরুমের কোমোটের ভিতর দিয়ে বেরিয়ে চলে গেছে। আসলে বসন্তকালে কোকিলের মিষ্টি মধুর সুর শোনা যায়। ফলে গার্লফ্রেন্ডের কাক কণ্ঠি গলার সুর অনেকটা ঢেকে যায় কোকিলের আওয়াজে। এক্ষেত্রে ঝগড়াটাও কম হয়। কিন্তু শীতকালে বা গরম কালে প্রেম আসে না কারণ গরম সহ্য করব, না শীত সহ্য করব, না গার্লফ্রেন্ডের প্যারা সহ্য করব। সব একসাথে সম্ভব না।