You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-৫৯ || বিয়ের পরে জামাইরা বউকে কেন ভয় পায়?

জীবনে ভালো থাকার জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো শান্তি। আর বিয়ের পর সেটা জাননা দিয়ে পালিয়ে চলে যায়। তবে সিয়াম ভাই পুরুষ মানুষ কোনদিনও কাউকে ভয় পায় না, পুরুষ হলো সিংহের জাত। এবার সংসারে শান্তি ধরে রাখার জন্য পুরুষ মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এজন্য পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে। আপনি এটা নিশ্চয়ই জানেন যে পুরুষ মানুষ সব সময় মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, যেটা মেয়েরা পারেনা। তাই সংসারের শান্তির ব্যালেন্স রক্ষা করার জন্য পুরুষ মানুষ চুপ থাকে, যেটাকে দেখলে আপাত দৃষ্টিতে মনে হয় যে পুরুষ মানুষ তার স্ত্রীকে ভয় পাচ্ছে।
Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ভাই, সবকিছুর মূলে শান্তি। জামাইরা চায়না বাসায় অশান্তি হোক, তাই নীরব প্রতিবাদ চলতেই থাকে।

তারা যা খুশি বলতে পারে, যা ইচ্ছা আমাদের সাথে করতে পারে। তবে আমরা মেয়েদেরকে সম্মান করি তাই সবকিছু বুঝেও অনেক সময় চুপ থাকি।

 2 years ago 

হু ভাই, তবে যখন ড্যাস ড্যাস ছিলো তখন বেশি সহ্য করতে পারতাম না। আমার আবার রাগ বেশি ছিলো।

হা হা হা.... এটা বেশ মজার ছিল।