এ ধরনের আর্টগুলো করতে আসলেই প্রচুর পরিমাণে সময় লাগে এবং যথেষ্ট ধৈর্যের প্রয়োজন। এই আর্ট গুলো যদি তাড়াহুড়ো করে করা হয় তাহলে দেখতে মোটেই ভালো হয় না। আমি নিজেও কয়েকবার চেষ্টা করেছি তাড়াহুড়ো করে করার, তবে সেটা দেখার মত হয় না। আপনার করা আর্ট দেখে মনে হচ্ছে যথেষ্ট সময় নিয়ে করেছেন এবং ভেতরের কালার কম্বিনেশন গুলোও দুর্দান্ত হয়েছে।