You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৪৯|| চোখের পানির রং হয়না কেনো?

চোখের জলের যদি রং হত তাহলে বহুরূপী এবং বহুমুখী প্রেম করতে অসুবিধা হয়ে যেত। ধরা যাক ছকিনার জন্য আমার চোখ দিয়ে লাল রঙের জল পড়ে। আর জরিনার জন্য সবুজ রঙের জল। তাছাড়াও মর্জিনার জন্য আমার চোখ দিয়ে কালো রঙের জল পড়ে। এই বার যদি মর্জিনার দুঃখে আমি ছকিনার সামনে গিয়ে কালো রঙের চোখের জল ফেলাই, আর বলি ছকিনা আমি তোমাকে খুব ভালোবাসি, তাহলে তো আমার মিথ্যে প্রেমের নাটক ধরা পড়ে যাবে চোখের জলের রং দেখে। এই সব কথা চিন্তা করেই সৃষ্টিকর্তা ছেলেদের পক্ষ নিয়ে চোখের জলের কোনো রং দেয়নি। এতে করে ছেলেরা অনেক গুলো প্রেমের নাটক একসাথে করতে পারে। যদিও চোখের জলের রঙ দিলেও তাতে আমার কোনো লাভ হতো তো না, আমি তো চিরকুমার।