You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন - ১৫৯ || “আমারো পরানো যাহা চায়” আমার পরানে কি চায়? কবিগুরু ...... চেয়েছেন?
আমার মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার বৌদি কাদম্বরী দেবীকেই চেয়েছিলেন মনে মনে। ব্যাপারটা কেন বললাম বলছি দাদা, আমাদের ইউনিভার্সিটির জোড়াসাঁকো ক্যাম্পাসে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেখানে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেটা এখন বর্তমানে মিউজিয়াম করে দেয়া হয়েছে। সেখানে গেলে তুমি দেখতে পারবে যে সব থেকে যে রুমটা ভালো এবং স্পেশাল সেটা কাদম্বরীর জন্য বরাদ্দ করা ছিল এবং সেটা এতটাই রেস্ট্রিক্টেড যে এখনো পর্যন্ত সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এটাতো গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনের চাওয়া পাওয়া। তবে আমার কথা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবো আপাতত একটা সরকারি চাকরির খুব দরকার, যেটা চটি পিসি ক্ষমতায় থাকতে আদৌ পাব কিনা সন্দেহ আছে। আর steem এর দাম বেড়ে আগের মতো হয়ে যাক, SBD চালু হয়ে যাক। এই ছাড়া আপাতত আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। |
---|