You are viewing a single comment's thread from:
RE: এবিবি-ফান প্রশ্ন -১৬৬ || অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। প্রশ্ন হচ্ছে কিভাবে তিনি সেটা করেন?
গ্রামীণফোনের পাঁচ টাকা এমারজেন্সি ব্যালেন্স ভরে দিয়ে যে লোক বলতে পারে যে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, তাকে নিয়ে আসলে তেমন কিছু বলার নেই আমার। তবে তিনি অসম্ভবকে সম্ভব করতে পারলেও সম্ভাব্য জিনিসকে কখনো ঠিকঠাক করে গুছিয়ে উপস্থাপন করতে পারেন না। বিশেষ করে তার অ্যাক্টিং, যেটা আমাকে অনেক বেশি হতাশাগ্রস্থ করে। তবে সত্যি কথা বলতে তার অ্যাক্টিং দেখে এটাই মনে হয় যে সম্ভবকে অসম্ভব করাই আসলে অনন্ত জলিলের প্রধান কাজ, অসম্ভবকে সম্ভব করা নয়। |
---|