You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮১
সবুজ প্রকৃতির মত স্নিগ্ধ তোমার;
কোমল রূপের মায়া,
মনে তোমার ভালোবাসার সীমাহীন মায়াজাল;
ভালোবাসায় ঘেরা বটের ছায়া।
তোমার ঐ মিষ্টি কোমল মুখের;
সীমাহীন মায়া ভরা হাসি,
করে আমার সব ক্লান্তি নিমিষেই দূর;
মনে হয় অনন্তকাল ধরে তোমায় ভালোবাসি।
আমি যে তৃষ্ণার্ত প্রিয়তমা;
তোমার ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়া পেতে,
কাছে এসে ছুঁয়ে দাও আমায়, ধরো দুটি হাত;
কথা দিলাম আজীবন ভালোবাসবো, দেবনা ছেড়ে যেতে।