You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ১৯৯ | মানুষের চার হাত হলে বাকি দুটো হাত দিয়ে কি কি কাজ করতো?

মানুষের কথা বলতে পারব না স্বাগতা দি, তবে আমার যদি দুই হাতের জায়গায় চার হাত থাকতো তাহলে shy-fox এর সাথে প্রেম করতাম। shy-fox কে বলতাম যে এই দেখো আমিও তোমার মত, চলো আমরা পালিয়ে বিয়ে করি। তবে আরো একটা ব্যাপার আমার মনের ভিতর ঘুর ঘুর করছে সেটা হলো যে, যদি আমার চার হাত থাকতো তাহলে চার হাতে চারটা চাকা লাগিয়ে গাড়ি হয়ে যেতাম। তারপর একটা ইঞ্জিন লাগিয়ে ঘুরে বেড়াতাম। এতে করে নিজের কিছু টাকা সেভ হতো। তবে আরও একটা পরোপকার করা যেতে পারে সেটা হল, তুমি যে বাঁশ গুলো অন্যদের দিতে সেগুলো আমি আমার বাকি দুই হাত দিয়ে তুলে নিয়ে নিজের বাড়িতে রেখে দিতাম। এতে করে তাদেরও কিছুটা উপকার হত আর আমারও একটা বাঁশের ঘর হয়ে যেত।
Sort:  
 last year 

🤣🤣🤣🤣 চার হাতে চাকা লাগিয়ে গাড়ি হওয়াটা শুনে খুব মজা পেলাম 🤣🤣🤣🤣।