You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪১

ছোটবেলায় ব্যাট বল খেলা নিয়ে ছেলেপেলেদের আসলে এত পরিমাণে মেরেছি যে, এখন সেই শাস্তি যদি কাউন্ট করা হয় তাহলে কমপক্ষে তিন চার বছরের জেল হয়ে যাওয়া কথা আমার। আসলে ব্যাট বল খেলায় মাতব্বরি সবসময় আমার থাকতো। যেহেতু আমাদের জায়গায় সব সময় ব্যাট বল খেলা হত। আসলে আমাদের একটা বড় বাঁশ বাগান ছিল, সেই জায়গা পরিষ্কার করে সেখানে ব্যাট বল খেলতাম। ব্যাট আমার থাকতো, বলও আমার থাকতো, শুধুমাত্র গ্রামের ছেলেপেলেরা খেলতে আসতো। যাই হোক আমাদের গ্রাম এবং অন্য একটা গ্রামের মাঝখান দিয়ে ছোট একটা খালের মত ছিল। আমরা সবসময় টুনামেন্ট খেলতাম খালের এপার এবং ওপার। আর কাপ তৈরি করতাম মাটি দিয়ে। প্রথমে মাটি দিয়ে কাপ বানাতাম তারপর সেটা চুলোর আগুনের ভিতর দিয়ে পুড়িয়ে লাল টকটকে করে ফেলে দিতাম, ওটাই ছিল আমাদের প্রাইস। একবার তো টুর্নামেন্ট খেলতে খেলতে এমন সিরিয়াস ব্যাপার হয়ে গেছিল যে ব্যাট দিয়ে বাড়ি মেরে একটার বা পা ভেঙে দিয়েছিলাম। এরপর দেখলাম ওই গ্রাম থেকে সাত আট জন লোক আমার ঠাকুর দাদার কাছে এসেছিল নালিশ করতে। যদিও তখন আমি বাড়ি ছাড়া, কারণ ওই অবস্থায় বাড়ি থাকলে তো আমারই ঠ্যাং ভেঙে দিত আমার পরিবারের লোকজন।এই জন্য আমি দৌড় মেরে দাদু বাড়ি চলে গেছিলাম। এই ঝামেলার দুইদিন পর আমি বাড়ি এসেছিলাম। যদিও পরবর্তীতে শুনতে পাই যে ছেলেটার পা ভাঙেনি শুধুমাত্র মচকে গেছিল আর ফুলে গেছিল। কারণ আমার মনে আছে আমি অত জোরেও বাড়ি দিয়েছিলাম না।