You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলার মজার স্মৃতি - "গ্রাম্য মেলার কিছু টুকরো স্মৃতি"

আপনার এই পোস্টে কমেন্ট করতে এসে কিছুটা বিপদে পড়েছি। আসলে কোন বিষয় নিয়ে কথা বলব আর কোনটা ছেড়ে দেবো সেটাই বুঝতে পারছি না। আপনার এই পোস্ট থেকে শৈশবের অনেকগুলো স্মৃতি একসাথে চোখের সামনে ভেসে উঠলো। তবে আপনাদের মেলার কেনাকাটা ছিল রীতিমতো বাদশাহী। দেখছি প্রচুর কেনাকাটা করতেন আপনারা। আর পাঁপড় না খেলে তো মেলায় যাওয়া বৃথা মনে হতো। আমাদের অবশ্য এত কিছু কেনা হতো না। তবে ছোটবেলায় খেলনা কেনার প্রতি ঝোঁক খাদ্য মেলা থেকে। তবে গ্রাম বাংলার যে মেলা গুলি আমরা ছোটবেলা থেকে দেখেছি সেটার অনেক কিছুর সাথে আপনাদের মেলার মিল ছিলো দেখছি। ছোটবেলায় আমিও আপনার মত প্রচুর বন্ধু পিস্তল কিনেছি। বিশেষ করে টিনের পিস্তলের কথা এখনো মনে পড়ে। বারুদের স্ট্রিপ দেয়া থাকতো এবং বেশ শব্দ হোতো গুলি করলে। আমাদের এখানে মেলায় আপনাদের ওই বরফের গোলাটা পাওয়া যেতো না। বাদবাকি সব দেখছি প্রায় একই রকম। আর শেষে আপনি এমন একটা গানের উল্লেখ করেছেন যে গানটা আমার অত্যন্ত প্রিয় একটি গান। এই গানটা যখনি শুনি মনটা জানি কেমন হয়ে যায়। ধন্যবাদ দাদা আপনাকে এতগুলো শৈশবের স্মৃতি একসাথে মনে করিয়ে দেয়ার জন্য।