ব্যক্তিগত অনুপ্রেরণার গল্প - জসিমের গোল
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার নিজের একটি ব্যক্তিগত অনুপ্রেরণার গল্প শেয়ার করব। গল্পটির নাম জসিমের গোল।
এই ঘটনাটি একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঘটেছে। আমি শুরুতেই সে ম্যাচের ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের গ্রামের ফুটবল দল বেশ শক্তিশালী। আমি তখন কয়েক বছর ধরেই দলের অধিনায়ক ছিলাম। সাধারণত আমাদের বেশিরভাগ ম্যাচে আমরা জিততাম। খুব খারাপ ফলাফল হলেও তা ড্র হতো। বিশেষ করে আমাদের ঘরের মাঠে আমাদেরকে কেউ কখনো হারাতে পারেনি। বরং আমরা প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিতাম। যেই ম্যাচের ঘটনা সেই ম্যাচেও আমরা প্রতিপক্ষের সাথে ২-০ গোলে এগিয়ে ছিলাম। এরপর আমরা মোটামুটি গাছাড়া ভাবে খেলা শুরু করলাম। ফলাফল যা হওয়ার তাই হলো। প্রতিপক্ষ হুট করে তিনটি গোল দিয়ে এগিয়ে গেল।
আমার তখন মাথায় হাত। খেলাও প্রায় শেষের দিকে। কিভাবে একটি গোল শোধ করে ম্যাচ ন্যুনতম ড্র করবো সেই চিন্তায় আমি অস্থির হয়েছিলাম। কি করবো বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত কি নিজেদের ঘরের মাঠে ঐতিহ্য হারাতে বসবো? জসিম ছিল আমাদের গোলকিপার। হুট করে তার জোড়ালো একটি শর্ট প্রতিপক্ষের জালে ঢুকে যায়। ওই গোলের মাধ্যমে খেলায় আমরা সমতায় ফিরে আসি। আমি হাফ ছেড়ে বাচলাম। তারপর আমরা একের পর এক আক্রমণ করে আরেকটি গোল দিয়ে ৩-৪ গোলের ব্যবধানে ম্যাচটি জিতলাম।
এই ফুটবল ম্যাচটি আমার বিশেষ কারণে মনে আছে। কারন সেখান থেকে আমি অনুপ্রেরণা নিয়েছি। সেটা হচ্ছে জসিমের সেই গোল। মাঝেমাঝে আমাদের জীবনে এমন সব ঘটনা ঘটে যেখান থেকে আমরা শত চেষ্টা করেও উঠতে পারি না। আমরা দিশেহারা হয়ে যাই, হতাশায় ডুবে যাই, এবং আসু ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হয়ে যাই। আমাদের হাতে তখন আর করার মত কিছুই থাকে না। সেই সময় জসিমরা এগিয়ে আসে। আমাদের নিকট আত্মীয় অথবা প্রতিবেশী কিংবা অপরিচিত কারো কাছ থেকে আমরা সাহায্য পেয়ে থাকি। সেই সাহায্যের জেরে আমরা আবার উঠে দাঁড়াই এবং নিজেদের সেই বিপদ থেকে উদ্ধার হই। এটাকে স্রষ্টার পক্ষ থেকে আসা সাহায্য বলুন অথবা অন্য কোন কিছু ;এমনটা সবার জীবনে ঘটে। একটা ফুটবল ম্যাচে যেমন গোলকিপারের কাছ থেকে গোল আশা করা যায় না, তেমনি এমন সব জায়গা থেকে সাহায্য আসবে যা আমরা কল্পনাও করতে পারিনা।
সেই ফুটবল ম্যাচটি আমার সব সময় মনে থাকবে। মনে থাকবে জসিমের গোলের কথা। যখনই আমি বিপদে পড়বো এমন কারো সাহায্য আমি পাব যা হয়তো আমি প্রত্যাশাও করিনি। কিন্তু এটুকুই যথেষ্ট হবে আমাদের আবার ঘুরে দাঁড়ানোর জন্য।