বিরুলিয়া ব্রিজের চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
আসসালামুআলাইকুম। কেমন আছেন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আজ কয়েকটি ফটোগ্রাফি পোস্ট করবো। নয়নাভিরাম বিরুলিয়া ব্রিজ এর আশেপাশের কয়েকটি দৃশ্য মূলত আমি এখানে শেয়ার করবো।
স্থান পরিচিত
বিরুলিয়া নামক জায়গাটি ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানার মধ্যে পড়েছে। তুরাগ নদীর তীর ঘেষে এই ইউনিয়নের অবস্থান। তুরাগের তীরে হওয়ায় বেশ কয়েকটি পর্যটন স্পট তৈরি হয়েছে এখানে। তাছাড়া নার্সারির জন্যও স্থানটি বিখ্যাত। বিরুলিয়া ব্রিজ ছাড়াও গোলাপ গ্রাম নামে গোলাপের বাগানের জন্যও খ্যাতি আছে জায়গায়টির।
আসলে, বিরুলিয়া ব্রিজ দেখার জন্য আমি গতকাল সেখানে যাইনি। আমার ছোটবোনের তৃতীয় সন্তানের জন্ম হয় গতকাল। ডাক্তার শিডিউল দিয়েছিলো দশটায়। ঢাকা সিএমএইচে। সেজন্য খুব ভোরে আমি আম্মুকে নিয়ে রওয়ানা দেই। আমাদের বাসা থেকে বিরুলিয়া ব্রিজের দূরত্ব কত তা অবশ্য আমার জানা নেই। তবে সময় হিসাব করলে বলা যায় ১৪-১৬ কিলোমিটার দূরত্ব হবে। আসি আসি শীত, এমন সময় হালকা কুয়াশা ছিলো পরিবেশে। যেতে যেতে পরিবেশটা বেশ উপভোগ করলাম। গত কয়েকদিন ধরেই বেরুলিয়া ব্রিজের সৌন্দর্যের কথা মানুষের মুখে শুনছিলাম। এজন্য ব্রিজটি দেখার জন্য উদগ্রীব ছিলাম। ব্রিজের চারপাশের পরিবেশ খুবই সুন্দর। বিশেষ করে সকালের কুয়াশায় তা আরো রহস্যময় লাগছিল। আমার বেশ ভালোই লেগেছে।
ব্রিজের উপর থেকে তোলা নদীর দৃশ্য। টঙ্গীর পাশের তুরাগ আর এই তুরাগের মধ্যে অনেক পার্থক্য। সেখানকার কালো পানির তুলনায় এখানকার পানি বেশ স্বচ্ছ।
শীতের সময় কিছুটা কম। বর্ষায় যখন পানি থৈথৈ করবে তখন হয়তো এর সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যাবে।
কুয়াশাচ্ছন্ন ভোরে এ দৃশ্য দেখলে চোখে অন্যরকম শান্তি চলে আসে।
Location | https://what3words.com/fidgeted.faced.sour |
---|---|
Device | TECNO SPARK 6 |
বিরুলিয়া ব্রিজের আশপাশ থেকে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ব্রিজের ওখানে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। আসলেই তাই বর্ষায় এইরকম জায়গাগুলোতে যখন পানি বেশি থাকে তখন সৌন্দর্য আরো বেড়ে যায়। হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে ভালোই লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু। আসলেই পরিবেশটা অনেক সুন্দর ছিল।