বিরুলিয়া ব্রিজের চারপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামুআলাইকুম। কেমন আছেন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আজ কয়েকটি ফটোগ্রাফি পোস্ট করবো। নয়নাভিরাম বিরুলিয়া ব্রিজ এর আশেপাশের কয়েকটি দৃশ্য মূলত আমি এখানে শেয়ার করবো।

স্থান পরিচিত

বিরুলিয়া নামক জায়গাটি ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানার মধ্যে পড়েছে। তুরাগ নদীর তীর ঘেষে এই ইউনিয়নের অবস্থান। তুরাগের তীরে হওয়ায় বেশ কয়েকটি পর্যটন স্পট তৈরি হয়েছে এখানে। তাছাড়া নার্সারির জন্যও স্থানটি বিখ্যাত। বিরুলিয়া ব্রিজ ছাড়াও গোলাপ গ্রাম নামে গোলাপের বাগানের জন্যও খ্যাতি আছে জায়গায়টির।


আসলে, বিরুলিয়া ব্রিজ দেখার জন্য আমি গতকাল সেখানে যাইনি। আমার ছোটবোনের তৃতীয় সন্তানের জন্ম হয় গতকাল। ডাক্তার শিডিউল দিয়েছিলো দশটায়। ঢাকা সিএমএইচে। সেজন্য খুব ভোরে আমি আম্মুকে নিয়ে রওয়ানা দেই। আমাদের বাসা থেকে বিরুলিয়া ব্রিজের দূরত্ব কত তা অবশ্য আমার জানা নেই। তবে সময় হিসাব করলে বলা যায় ১৪-১৬ কিলোমিটার দূরত্ব হবে। আসি আসি শীত, এমন সময় হালকা কুয়াশা ছিলো পরিবেশে। যেতে যেতে পরিবেশটা বেশ উপভোগ করলাম। গত কয়েকদিন ধরেই বেরুলিয়া ব্রিজের সৌন্দর্যের কথা মানুষের মুখে শুনছিলাম। এজন্য ব্রিজটি দেখার জন্য উদগ্রীব ছিলাম। ব্রিজের চারপাশের পরিবেশ খুবই সুন্দর। বিশেষ করে সকালের কুয়াশায় তা আরো রহস্যময় লাগছিল। আমার বেশ ভালোই লেগেছে।


IMG_20241119_075056_408.jpg

ব্রিজের উপর থেকে তোলা নদীর দৃশ্য। টঙ্গীর পাশের তুরাগ আর এই তুরাগের মধ্যে অনেক পার্থক্য। সেখানকার কালো পানির তুলনায় এখানকার পানি বেশ স্বচ্ছ।


IMG_20241119_075008_634.jpg

শীতের সময় কিছুটা কম। বর্ষায় যখন পানি থৈথৈ করবে তখন হয়তো এর সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যাবে।


IMG_20241119_075030_042.jpg


IMG_20241119_075033_587.jpg

কুয়াশাচ্ছন্ন ভোরে এ দৃশ্য দেখলে চোখে অন্যরকম শান্তি চলে আসে।


IMG_20241119_075011_955.jpg


Locationhttps://what3words.com/fidgeted.faced.sour
DeviceTECNO SPARK 6


Screenshot_20241120-140249.png

Tweet from own a/c. Link


Screenshot_20241121-004848.png

CoinMarketCap Post Link


Screenshot_20241121-003932.png

DSC Vote Screenshot


নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 4 days ago 

বিরুলিয়া ব্রিজের আশপাশ থেকে আপনি খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ব্রিজের ওখানে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। আসলেই তাই বর্ষায় এইরকম জায়গাগুলোতে যখন পানি বেশি থাকে তখন সৌন্দর্য আরো বেড়ে যায়। হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে ভালোই লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

ধন্যবাদ আপু। আসলেই পরিবেশটা অনেক সুন্দর ছিল।