You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩২

in আমার বাংলা ব্লগ3 months ago

এ যেন প্রেম নয়, শুধু মোহ আলেয়ার।
এ যেন স্মৃতি নয়, অনুভূতি যন্ত্রণার।
এ যেন সময় নয়, ব্যগ্রতা ছুটে চলার।
এ যেন ভালোবাসা নয়, ভয় হারাবার।

এ সময় যেন ভালোবাসা আড়াল করার।
এ সময় যেন প্রিয়জন ভুলে থাকার।
এ সময় যেন কাছে নয়, দূরে থাকার।
এ সময় যেন ক্রন্দনের, তীব্র বেদনার।