•|একটি দিনের গল্পঃ|•১৬ সেপ্টেম্বর ২০২১|•১০% লাজুক খ্যাক এর জন্য•|

আসসালামুয়ালাইকুম সবাইকে
আমি সাব্বির রহমান
বাংলাদেশ থেকে


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি।প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম।আজকে আমি আপনাদের মাঝে একটি দিনলিপি উপস্থাপন করবো।দিনটি আমি কিভাবে অতিবাহিত করেছি তার বর্ণনা থাকবে এই পোস্টে।চলুন তাহলে শুরু করছি আমার দিনলিপি।

সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি দাত ব্রাশ করলাম।তারপর আমি সুন্দর করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম।ফ্রেশ হয়ে আমি আমার মোবাইল হাতে নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ডুকে পরলাম।তারপর আমি আমার নোটিফিকেশন চেক করে নিলাম।সকলের কমেন্টের রিপ্লে দিলাম।এভাবে আমি বাংলা ব্লগ কমিউনিটিতে সুন্দর সুন্দর পোস্ট উপভোগ করতে থাকি এবং সাধ্য অনুযায়ী আমার নিজস্ব মতামত প্রকাশ করি।প্রায় এক ঘন্টা বাংলা ব্লগ কমিউনিটিতে বিচরণ করেছি।হটাৎ করেই আমি লক্ষ্য করলাম যে উঠোনে একটি চিকন বাঁশের উপরে একটি লাল ফড়িং বসেছে।আমি সেটা দেখে ছবি না তুলে থাকতে পারলাম না।ক্যামেরা অন করেই আমি খুব সহজে ছবিটা তুলে ফেললাম।

IMG_20210917_185559.jpg

ছবি
লোকেশন:https://w3w.co/vowing.dings.twofold
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

তখন প্রায় সাড়ে নটা বাজে এমন সময় আমি সকলের নাস্তা করার জন্য গেলাম।সকলের নাস্তায় ছিল ভাত, আলু ভাজি এবং মসুরের ডাল।সকলের নাস্তা শেষ করে আমি কিছুক্ষন ফেসবুক চালালাম।তারপর আমি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ডিসকোর্ড এ চ্যাটিং এবং ভার্চুয়াল ফিসার এ অতিবাহিত করলাম।তারপর আমি হাঁটতে হাঁটতে একটু বাহিরে বের হলাম।বাহিরের পরিবেশটা যেন চকচক করছিল।আকাশ টা খুবই পরিষ্কার এবং সাধা মেঘে ভরপুর ছিল।

IMG_20210917_171139.jpg

ছবি
লোকেশন:https://w3w.co/vowing.dings.twofold
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

এটা এমন মেঘ যার মধ্যে শুধু সৌন্দর্য আর সৌন্দর্য এই মেঘে কখনো বৃষ্টি হয় না। যাই হোক বারোটা পর্যন্ত আমি বাহিরেই অবস্থান করেছিলাম।সেই সাথে আমি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম।প্রায় এক টা সময় আমি বাড়িতে এসে গোসল করার প্রস্তুতি গ্রহণ করলাম।গোসল শেষ করে আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম।নামাজ শেষ করে আমি বাড়িতে চলে আসলাম।বাড়িতে এসে আমি কিছুক্ষন বাংলা ব্লগে বিচরণ করলাম।দুপুর দুইটা সময় আমি দুপুরের খাবার খেয়েছিলাম।দুপুরের খাবারে ছিল ভাত, এবং মুরগির মাংস।দুপুরের খাবার শেষ করে আমি প্রতিদিনের মতো বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পরলাম।ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটা বেজে গেলো।তারপর আমি সুন্দর ভাবে ফ্রেশ হয়ে বাহিরে হাটাহাটি করার জন্য বাহিরে বের হলাম।হাঁটতে হাঁটতে আমি মুন তলার দিকে গেলাম।

IMG_20210917_171327.jpg

ছবি
লোকেশন:https://w3w.co/vowing.dings.twofold
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

মুন তলার এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর। রাস্তার দুই পাশে রয়েছে বড় বড় গাছ, যা রাস্তার উপর দিয়ে বেষ্টন করে রয়েছে।আর রাস্তার পাশেই রয়েছে হাঁটু সমান পানির বিল।বিলের মধ্যে রয়েছে ছোট ছোট কচুরি পানা। মাঝখানে দেখতে পাচ্ছেন দুজন লোক মাছ ধরার জন্য টং পেতে বসে রয়েছে।বিকেলের এমন সুন্দর পরিবেশে হাটাহাটি করতে বেশ ভালো লাগছিলো। অনেকটা সময় হাটাহাটি করলাম।হাটাহাটি করতে করতে আমি এবার ব্রিজের উপর গেলাম।সেখানে দেখলাম একজন লোক জাল ফেলে মাছ ধরছে।

IMG_20210917_172154.jpg

ছবি
লোকেশন:https://w3w.co/vowing.dings.twofold
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

সেখানে বসে বসে কিছুক্ষন মাছ ধরা দেখলাম।বলতে গেলে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমি সেখানেই অবস্থান করেছিলাম।যখন সন্ধ্যা নেমে এলো তখন আমি বাড়িতে চলে আসলাম।বাড়িতে এসে আমি ওযু করে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম।মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে চলে আসলাম।সন্ধ্যার সময় আকাশটা খুব সুন্দর লাগছিল আমার কাছে।

IMG_20210916_181142.jpg

ছবি
লোকেশন:https://w3w.co/vowing.dings.twofold
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

সন্ধ্যার পরে আমি steemit এ অনেকটা সময় অতিবাহিত করলাম।অবসর সময় তাই আমি অধিকাংশ সময় আমার বাংলা ব্লগে ভিজিট করি। যাই হোক সাড়ে নয়টা পর্যন্ত আমি বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট পড়ছিলাম এবং কমেন্ট করছিলাম।হটাৎ সেই অপেক্ষার প্রহর শুরু হলো সেটা হলো ডিসকোর্ড এ কমিউনিটি হ্যাং আউট।কমিউনিটি হ্যাং আউট সাড়ে এগারোটা অতিক্রম করে গেছিলো।খুব সুন্দর ছিল হ্যাং আউট এর সময় টা।হ্যাং আউট এ অনেক গুলো announcement করা হয়েছিল আমি সেখানে সুপার এক্টিভ লিস্টে নির্বাচিত হয়েছি।সেই সাথে আমি সেরা মন্তব্যকারী হিসেবেও নির্বাচিত হয়েছিলাম।এজন্য আমি @hafizullah ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক হ্যাং আউট পর্ব শেষ করে আমি রাতের খাবার খেলাম।

IMG_20210917_191452.jpg

ছবি
লোকেশন:https://w3w.co/vowing.dings.twofold
ক্যামেরা pocco m2 pro ক্লিক @sabbirrr

রাতের খাবারে আমি ভাত এবং মুরগির মাংস বুনা খেয়েছিলাম।খুব সুস্বাদু হয়েছিল মুরগির মাংসের বুনা।রাতের খাবার শেষ করে আমি প্রায় আড়াই টা পর্যন্ত কমিউনিটিতে বিচরণ করেছিলাম। তারপর আমি কিছুক্ষন ডিসকোর্ড এ এক্টিভ ছিলাম।এভাবেই সারাটা দিন আমি অতিবাহিত করে ফেলেছিলাম।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।শুভ কামনা সকলের জন্য।


Sort:  
 3 years ago 

সাব্বির ভাই কি চিত্রই যে তুলছেন ক্রাশ খাওয়ার উপক্রম। ফড়িং এর ছবিটা বেশি ভালো ছিলো ভাইজান।অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

😄আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য ❤️

 3 years ago 

ভাই আপনি অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন। রাতে মুরগির মাংস দিয়ে খেয়েছেন। মুরগির মাংস অনেক সুস্বাদু। আর আমার কাছে ফরিং এর ছবিটা অনেক ভালো লেগেছে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

ভালো একটি দিন কাটিয়েছেন বলা যায়।সাথে ছবিগুলো অসাধারণ ছিল।রাতে হ্যাংআউটের সময়টুকু উপভোগ করেছেন। সাথে মুরগীর গোশত 😇।শুভেচ্ছা নিয়েন ভাই

অনেক ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার দিনটি অনেক সুন্দর ছিল এবং সুন্দর হয়েছে লাল ফড়িং এর ছবিটি। যাই হোক এরকম পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক সুন্দর করে ছবি তুলেছেন। ছোট বেলায় ফড়িং ধরতাম। আপনার পোস্ট দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। এছাড়াও প্রকৃতির অপরুপ সৌন্দর্য আপনার ক্যামেরায় ধরা পড়েছে। সব মিলে সুন্দর একটা দিন কাটিয়েছেন রাতের সুস্বাদু খাবারের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তোলা চার নাম্বার ফটোটি আমার অনেক ভালো লেগেছে ভাই। আসলে এই রকম দৃশ্য আমাদের এই উত্তরবঙ্গে খুঁজে পাওয়াই যায় না। আর আপনার বাকি ফটোগ্রাফিও অনেক সুন্দর ছিলো। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি প্রতিটি ছবি ভালো তুলেছেন এবং আপনার সারাদিনের বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। পড়ে ভালো লাগলো। এগিয়ে যান এইভাবে।

আপনার এরকম উৎসাহ মূলক মন্তব্যে আমি খুবই খুশি ভাই।অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার সারাটা দিন অনেক সুন্দর কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলোও অসাধারণ হয়েছে। আপনার সুন্দর দিনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

লাল ফড়িং এর ম্যাক্রো শট টি দুর্দান্ত হয়েছে। তারপরের প্রকৃতির ছবি গুলি চমৎকার । শেষ সুস্বাদু মাংস। বেশ একটা কোয়ালিটি কন্টেন্ট ।ফুল প্যাকেজ। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া।

মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

মুন তলার রাস্তাটা সত্যিই সুন্দর লাগছে। মনে হচ্ছে রাস্তার দুধার দিয়ে গাছের সারি রয়েছে। আমার এরম রাস্তা দারুন লাগে।

বর্ষার সময়ই এইভাবে মাছ ধরার জাল গুলো দেখা যায়। ছবিটা বেশ ভালো হয়েছে।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।