You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন-১৯ || ছেলেরা ৩০ সেকেন্ডেই রেডি হয়, মেয়েদের কেন ৩-৪ ঘন্টায়ও সাজুগুজু শেষ হয় না ?

in আমার বাংলা ব্লগ2 years ago

মেয়েরা ম্যাগি নুডলস না যে ২ মিনিট এই রেডি হয়ে যাবে 🤪

Sort:  
 2 years ago 

না না না লেজি নুডলস, তাই সময় বেশী নেয় হি হি হি

 2 years ago 

মশলা পাতি একটু বেশি লাগে। তাই তৈরি হতে সময় বেশি লাগাটাই স্বাভাবিক হিহিহি।

 2 years ago 

সেই পুরোনো প্রশ্নটার সার্থকতা আজ পেয়ে গেলাম । মেয়েরা আসলেই কুড়িতে বুড়ি । কুড়ি বছরে চল্লিশ বছরের সময় পার করে ফেলে । এতো ডিলে তারা সব কাজে ।

 2 years ago 

মেয়েরা এভারগ্রিন।
মেয়েরা কখনোই বুড়ি হয় না। নিজের সৌন্দর্যটুকু ধরে রাখতে একটু মেকআপ করে এই আর কি।
সৃষ্টিকর্তা ছেলেদেরকে এইটুকু বোঝার ক্ষমতা দান করুন।

 2 years ago 

বুঝলাম না । এভারগ্রীনদের আবার মেকআপ করে সৌন্দর্য্য কেন ধরে রাখতে হবে ? যে এভারগ্রিন সে অলওয়েজ এভারগ্রিন, মুখে রং না করলেও এভারগ্রিন ।

তবে, ছেলেরা কিন্তু এভারগ্রিন । তাই রঙ চঙ ছাড়াই দিব্যি সুন্দর দেখতে অলওয়েজ । আশিতেও যুবক তারা ।

 2 years ago (edited)

গাছ ও অযত্নে মরে যায়,
পুকুর ও খড়ায় শুকিয়ে যায়,
আর আমরা তো মানুষ।
যত্ন আত্তি তো লাগবেই😜

 2 years ago 

তার একটা লিমিট থাকতে হয় । মেয়েরা লিমিটলেস সাজুগুজু করে ।

 2 years ago 

ভালো জিনিস এর যত্ন আত্তি একটু বেশিই করতে হয়😛

আমি একমত দাদা

গাছ যদি সত্যিই অযত্নে মরে যেত তাহলে প্রাকৃতিক উপায়ে যে বিশাল বনভূমি গুলো গড়ে উঠেছে তাহলে ওগুলোর তো অস্তিত্ব থাকার কথা না। বরঞ্চ গাছকে বেশি যত্ন করলেই তার নিজস্ব অস্তিত্ব হারায়। মেয়েদের মেকআপ করলে ভালো লাগে এটা সত্যি। কিছুটা নিজের আত্মতৃপ্তির জন্য মেয়েরা মেকআপ করে, তবে তারও একটা সীমাবদ্ধতা থাকা জরুরি।