ছোট বেলায় এই ঘুড়ি অনেক তৈরি করেছি খাতার কাগজ ছিড়ে ছিড়ে। আমার খাতার পেজ শেষ করতাম এইগুলো তৈরি করে করে। সেই ছোটো বেলা কথা মনে পড়ে গেলো আপনার এই পোস্ট দেখে। রঙিন কাগজ দিয়ে এই ঘুড়িটা অনেক সুন্দর হয়েছে। বানানোর ধাপগুলিও অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাইয়া।