|| পাওয়ার আপ কন্টেস্ট || আমার বাংলা ব্লগ ||৬৫ স্টিম পাওয়ায় আপ|| 10% Beneficiaries @shy-fox ||
প্রথমেই সবাইকে জানাই সালাম,আদাব। সৃষ্টিকর্তার রহমতে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই ভালো এবং সুস্থ আছি।
❤️ সবার জন্য অবিরাম ভালোবাসা ❤️
আজকে আমি কোনো লিখা লিখি অথবা গল্প লিখা আসিনি। আজকে আমি এসেছি আমার পাওয়ার আপ নিয়ে। পাওয়ার আপ আমাদের সকলের ই ভালোবাসার অনেক। পাওয়ার আপকে অনেক ভালোবাসি আমি। পাওয়ার আপকে ভালোবাসার আরেক মানে হলো নিজেকে ভালোবাসা।
আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসছি অনেকদিন ই হয়ে যাচ্ছে।এই কমিউনিটিতে আসার পর থেকেই আমি চেষ্টা করছি সবসময় পাওয়ার করে যাওয়ার। এই কমিউনিটিতে আসার আগে পাওয়ার আপকে খুব একটা গুরুত্বের সাথে নিতাম না কিন্তু এখন সবার দেখাদেখি এই বিষয়গুলো নিয়ে একটু হলেও ভাবি। সেই ভাবনা থেকেই পাওয়ার আপ করার চিন্তা ও সিদ্ধান্ত।
আমি সবাইকে বলতে চাই, সকলেই নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন পাওয়ার আপ করার কারণ নিজেকে শক্তিশালি একটি অবস্থানে দেখতে চাইলে পাওয়ার আপ ছাড়া আর কোনো বিকল্প নেই,অবশ্যই তা এই প্লাটফর্ম এর জন্যই।
আজকাল বেশিরভাগ সময় ই বর্তমানের চিন্তার চেয়ে ভবিষ্যৎ নিয়েই বেশি চিন্তা করতে পছন্দ করি আমি।আমাদের শুধু এখন খেয়ে পরে বাঁচলেই হবেনা, সবসময় দূরের দিকের,সামনের দিকের চিন্তাটাও সমানভাবে করতে হবে।কেননা,আমাদের কমিউনিটির দাদা আমাদের সবসময় সাপোর্ট দিচ্ছে ঠিকই তবে আমাদের ও ভাবা উচিত নিজের যোগ্যতা বৃদ্ধি করার কথা।আমার যদি পাওয়ার বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার ভোটের একটা সুন্দর মূল্য হবে, আমার কমেন্ট করার আগে আরসি এর ব্যাপারটা খুব বেশি ভাবতে হবেনা।সবমিলিয়ে পাওয়ার আপের অপর নাম নিজের ক্ষমতা বাড়ানো।
পাওয়ার আপ করার আগে মোট পাওয়ারঃ- ১২৭৬.৩৮০ এসপি
৬৫ স্টিম পাওয়ায় আপ করার সময়
পাওয়ার আপ করার পর এখন আমার মোট পাওয়ার ১৩৪১.৩৮০ এসপি
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পাওয়ার আপ কনটেস্ট চলছে যেই কনটেস্টে অংশগ্রহণ করার উদ্দেশ্য নিয়েই আমার আজকের এই পাওয়ার আপ।নিজে এই কনটেস্টে অংশগ্রহণ এর মাধ্যমে অন্য সকলকেও উৎসাহ দিতে চাই পাওয়ার বৃদ্ধি করাতে।
আমার পাওয়ার আপের পরিমাণ খুব একটা বেশি না কিন্তু আমি অল্প অল্প করে বৃহৎ একটি পাওয়ার আপ এর পরিমাণ গড়তে চাই।আমি জানি বিন্দু বিন্দু করতেই একটা সময় এসে তা সিন্ধু হবে।
আমি এখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতেই কাজ করছি।সেই কারণে বলতে পারি এই পাওয়ার আপের সম্পূর্ণ অবদানটাই আমার বাংলা ব্লগ কমিউনিটির।এই কমিউনিটি আমাকে সাহায্য করছে বলেই আমি নিজের ক্ষমতা বৃদ্ধি করতে পারছি সেই কারণে আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
পাওয়ার আপ স্টিমিটে আমাদের অবস্থান আরো শক্ত তো করেই তাছাড়া পুরো স্টিম ব্লকচেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দারুন কাজ হয়েছে ভাই 🤗।
এভাবে মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার পাওয়ার আপ দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি পাওয়ার আপ এর মাধ্যমে আপনার শক্তি অর্জন করছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই কমিটিতে পাওয়ার আপ করার জন্য। কমিউনিটিতে পাওয়ার আপ করা মানে নিজের অবস্থান শক্ত করা। সেই সাথে নিজের ক্ষমতা বৃদ্ধি পায়। আপনার এই কাজকে আমি সাধুবাদ জানাই। আপনি আপনার এই কাজের মাধ্যমে কমিউনিটির শক্ত একটা স্থানে জায়গা করে নিতে পারবেন বলে আশা রাখি, শুভকামনা রইল আপনার জন্য🤟
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
স্টিমিট কে এগিয়ে নিতে পাওয়ার আপ এর বিকল্প নেই। নিয়মিত পাওয়ার আপে নিজের পাওয়ার বৃদ্ধি করা যায়।দারুন একটি উদ্যেগ এগিয়ে যান।শুভ কামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
নিজের সক্ষমতা বাড়াতে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। অনেক ভালো উদ্যোগ নিয়েছে। এক সাথে অনেক স্টিম পাওয়ার আপ করেছেন। অসংখ্য শুভেচ্ছা
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার এসপি বাড়ানোর জন্য এটি একটি খুব সুন্দর জিনিস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
পাওয়ার আপ করতে ভালোবাসি আপনার পাওয়ার আপ করতে দেখে অনেক ভালো লাগলো। এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার নিজের সক্ষমতা বৃদ্ধি করুন আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময়
এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলেই আপনি দারুন একটি উদ্যোগ নিয়েছেন। আপনার উদ্যোগকে সম্মান জানাই। আপনি ঠিক কথা বলছেন। এখন খেয়ে বেঁচলে হবেনা। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে আর আমাদের উচিত বেশি বেশি পাওয়ার আপ করা। নিজের অবস্থান শক্ত করা। আসলেই আমরা পাওয়ার আপ কে ভালবাসি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
একাউন্টঃ @sahadathossen
পাওয়ার বৃদ্ধিঃ = 5.09404%