দেখেই বুঝা যাচ্ছে ইচ্ছামত খেয়েছেন হাহাহাহা। জি আসলেই অনেক দিন আপনার ফুড রিভিউ পারছিনা। যাইহোক আপনার বড় আপুর সাথে সময়টা ভালোই কাটিয়েছেন। শপিং কি কি করেছেন তা নিয়ে পোস্ট করে দিয়েন আমরা দেখে নিব এই ফাঁকে। আপনার একটি বিষয়ে আমার ভালো লাগে ফুড রিভিউ দেয়ার সময় শেফদের নিয়েও কিছু কথা লেখার চেষ্টা করেন।
হাহাহা, সেদিন খুবই ক্ষুদার্ত ছিলাম। শপিং নিজের জন্য ছিলো না, অন্য দের জন্য ছিলো। ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য @saifulraju