কলকাতা কালী পূজায় ঘোরাঘুরি ও ফটোগ্রাফি পর্ব:৩

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে কালী পূজায় ঘোরাঘুরি ও ফটোগ্রাফি এর তৃতীয় পর্বটি আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।



বাজারে অনেকক্ষণ থাকার পর আমরা বাজার থেকে বেরিয়ে অন্য আরেকটি জায়গায় যাওয়ার জন্য তৈরি হলাম। এটি রেললাইনের ওপারে ছিল অনেকটা দূরে কিন্তু যেতে হয়নি। একটা কথা বলে রাখি বারাসাতে অলিতে গলিতে কালী পূজার আয়োজন করা হয়েছে। বারাসাতের ভেতরে যদি ঘুরে ঘুরে পূজা দেখা হয় তাহলে সারাটা রাত কেটে যাবে। আর যেহেতু আমরা পূজা দেখতে এসেছি এবং সারারাত ধরে পূজা দেখব সেই মন স্থির করেছি। তার জন্য আমাদের কোন সমস্যাই কিন্তু হলো না। যাই হোক আমরা রেললাইন ক্রস করে চলে গেলাম সেই পূজাটি দেখার জন্য। পূজাটি রোডের সাইডে করা হয়েছিল তেমন একটা ডেকোরেশন কিন্তু করা ছিল না। কিন্তু ছোটর মধ্যে অনেক ভালো লাগছিল। এটি সাধারণভাবে তৈরি করা হয়েছিল। ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে শুকনা খড় ও পাটকাঠি দিয়ে। মন্ডপের ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে দুইটা মাছ যেটি পাটকাঠি এবং খড় দিয়ে তৈরি করা হয়েছে। শিল্পী তার দক্ষ অভিজ্ঞতা দিয়ে কাজটি সম্পন্ন করেছে। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন যে কোন মন্দিরের প্যান্ডেলের সাথে কোন মন্দিরের প্যান্ডেল কিন্তু মিল পাবেন না সবকিছু আলাদা আলাদা। যাইহোক এই মন্দিরের কিছু ফটো আমি তুলেছিলাম সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি।

IMG20231113021709.jpg

IMG20231113021910.jpg

IMG20231113021727.jpg

ক্যামেরা পরিচিতি:oppo
ক্যামেরা মডেল:oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য:3.37mm
তারিখ:১৩.১১.২০২৩
সময়:০১.৫৪ মিনিট
স্থান: কলকাতা


এখান থেকে বেরিয়ে আমরা অন্য আরেকটি জায়গায় গেলাম সেখানে কিন্তু অদ্ভুত সুন্দর একটি জায়গা। এখানে ভেতরের পরিবেশটা এত মনোমুগ্ধকর সত্যিই অসাধারণ। প্যান্ডেলের গেটটি খুবই সুন্দর ছিল আর ভিতরে ঢুকতেই চোখে পড়ল গ্রামীন বৈচিত্র্যের নকশা। যেমন মাছ ধরে যে পাত্রটিতে রাখা হয় সে পাত্রটি আমাদের এখানে কলই বলে। যার যার এলাকায় এই পাত্রটির নাম আলাদা আলাদা হতে পারে। মাটির চুলার ভিতরে লাল আলো দেওয়া ছিল দূর থেকে মনে হচ্ছিল চুলাটি জ্বলছে। আবার গোবরের গুটো গোবর আমরা অনেকেই চিনে থাকি আর এই গোবর শুকিয়ে গ্রামে মহিলারা রান্না করে থাকে। জমি চাষ করার জন্য যেসব জিনিসপত্র লেগে থাকে সেই সব কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেমন লাঙ্গল, কাঁচি, কোদাল, ফালা, ঝুড়ি ইত্যাদি। দেখে মনে হল এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে একদম গ্রামীণ ভাবে। গ্রামের মানুষ কতটা কষ্ট করে তারপরেও কিন্তু তারা এই মায়ের পূজা করে থাকে সেই চরিত্রটি নকশার মাধ্যমে শিল্পী ফুটিয়ে তুলেছে। অসাধারণ ছিল আর এত ইউনিক জিনিস দেখতে পারবো কোন সময় ভাবতেও পারেনি। মনে হচ্ছিল সারারাত পূজা দেখা সার্থক হচ্ছে। আর ইউনিট জিনিসের ফটোগ্রাফি করতে পারছি আর সেটি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব তার জন্য আরো ভালো লাগছিল।আরো আনন্দ লাগছিল সবার সাথে পূজার মজাটা ভাগাভাগি করতে পারব। যাইহোক এখানেও কিন্তু খড় ব্যবহার করা হয়েছে আর খড় দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয়েছে সেটি আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন।

IMG20231113025212.jpg

IMG20231113025159.jpg

IMG20231113025052.jpg

IMG20231113025030.jpg

IMG20231113025008.jpg

IMG20231113023943.jpg

IMG20231113023726.jpg

IMG20231113023657.jpg

IMG20231113023444.jpg

IMG20231113023426.jpg

IMG20231113025448.jpg

IMG20231113025334.jpg

IMG20231113025321.jpg

IMG20231113025254.jpg

IMG20231113025230.jpg
ক্যামেরা পরিচিতি:oppo
ক্যামেরা মডেল:oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য:3.37mm
তারিখ:১৩.১১.২০২৩
সময়:০২.১৫মিনিট
স্থান: কলকাতা
খড় আর পাটকাঠি দিয়ে যে এত সুন্দর নকশা তৈরি করা যায় সেটা আমার জানা ছিল না। হয়তোবা এই প্যান্ডেল গুলোতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে আসলে এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর নকশা তৈরি করা যায়। এই বিষয়টি আমার কাছে খুবই ইউনিক লেগেছে।

আজ পর্বটি এখানেই শেষ করছি। বাকি পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি, সেই পর্বটি ও আপনাদের খুব ভালো লাগবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।