জীবনে টাকার প্রয়োজন

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে কিছু অনুভূতির কথা উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।তাই বিলম্ব না করে আমার পোষ্ট লেখাটি শুরু করছি।

pexels-karolina-grabowska-5902919.jpg
সোর্স


আমরা সবাই জানি টাকা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে‌। পকেটে টাকা না থাকলে কোন কিছুই করা সম্ভব নয়। সবাই বলে টাকা না থাকলে কি হয়েছে। আসলে টাকা যদি না থেকে আপনি ঘর থেকে একটি পাও বের করতে পারবেন না‌।আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন যেমন আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, স্পেন, জাপান ইত্যাদি যে কোন দেশে যেতে গেলে আপনাকে অবশ্যই টাকার প্রয়োজন হবে।


আমরা ঘুমের ভিতর অনেক স্বপ্ন দেখে থাকি কিন্তু সে স্বপ্নকে পূরণ করতে গেলে টাকার প্রয়োজন হয়। টাকা আমাদের মনোবল বাড়ায়। টাকা না থাকলে আমাদের সেই মনো বলটা দিনে দিনে দুর্বল হতে শুরু করে। টাকা থাকলে আপনি ভালোভাবে খেতে পারবেন, ভালো পোশাক পড়তে পারবেন, ভালো জায়গায় ঘুরতে যেতে পারবেন,মানুষকে সাহায্য করতে পারবেন কিন্তু টাকা যদি না থাকে আপনি এর কোনটাই করতে পারবেন না। আপনার কাছে টাকা থাকলে আপনার জীবনে কোন কিছুর ভয় থাকবে না। আপনার অসুখ হয়েছে আপনি এক মিনিটে ডাক্তার বুকিং করে আপনি চিকিৎসা করতে পারছেন কিন্তু আপনার কাছে যখন টাকা থাকবে না আপনার অসুস্থতার ভয়টা সবসময় মনের ভিতর লেগেই থাকবে। আজ মানুষ মাথার ঘাম পায়ে ফেলছে, খেয়ে না খেয়ে শুধু টাকা ইনকাম করে চলেছে। কারণ সেই ব্যক্তি জানে সে তার কষ্টের কারণে সে যে টাকাটি পাবে কিছুদিন সে ভালো থাকতে পারবে তার পরিবারটি ভালো থাকতে পারবে।


দরুন আপনি একটি অফিসে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছেন। কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু সেখান থেকে আপনি কোন মতেই বের হতে পারছেন না। সেখান থেকে আপনাকে বের হতে গেলে আপনার অবশ্যই ছুটি কাটাতে হবে কিন্তু আপনার কাছে যদি টাকাটা থাকে। তাহলে আপনি অনায়াসে কিন্তু ছুটি কাটাতে পারবেন। আপনার কাজ করতে ইচ্ছা করছে না আপনি অনায়াসে কোথাও যে ঘুরে আসতে পারছেন। একটু খেয়াল করে দেখুন আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন থেকেই আমাদের টাকার প্রয়োজন হয়েছে আর যখন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছি তখনও টাকার প্রয়োজন হচ্ছে। এই টাকার জন্য কেউবা অসৎ পথে উপার্জন করছে, কেউবা সৎ পথে উপার্জন করছে। যার কাছে অনেক টাকা রয়েছে সে সমাজের মাথা হয়েছে।তার কাছে ধনী, গরিব, ব্যবসায়ী, পথচারী সবাই তার কাছে এসে ভিড় করছে। আমরা দেখেছি এ সমাজে মূর্খ মানুষের গুরুত্ব বেশি। কথাটা বলার কারণ হলো এই মূর্খ মানুষের কাছে রয়েছে অনেক টাকা তাইতো তার কাছে এসে মাথা নত করতে হচ্ছে।


মঞ্চে একজন জ্ঞানী ব্যক্তি আপনাকে জ্ঞান দিবে কিন্তু সে জ্ঞান আপনার শুনতে ইচ্ছা করবে না কারণ হলো তার কাছে টাকা নেই ,তাহলে কেন তার কথা শুনবো কিন্তু যার কাছে জ্ঞান নেই আমরা তার কথাই শুনছি তার কাছেই যাচ্ছি। টাকার কাছে ধনী গরিব সবাই মাথা নত করে। টাকা একটি শক্তিশালী অনুপ্রেরণার নাম। যখন আপনার কাছে প্রচুর টাকা থাকবে তখন আপনার ব্রেন থেকে নতুন নতুন কাজ করার ইচ্ছা বের হবে। টাকা আমাদের স্বপ্ন দেখায় এই সমাজে অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। টাকা হচ্ছে খুব বড় একটি মোটিভেটর। টাকা না থাকলে আপনি এসব কোন কিছুই করতে পারবেন না।শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যেতে হবে সে স্বপ্ন আপনার কোনদিনও পূরণ হবে না শুধু এই টাকার অভাবে। টাকা হলো পাওয়ার এই পাওয়ারটা সঠিক ভাবে কাজে লাগানো উচিত। অনেকেই আছে টাকার আগুনে তারা পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাদের কাছে এত টাকা হয়ে গিয়েছে, তারা আর মানুষকে মানুষ মনে করে না তারা নিজেকে মনে করে ঈশ্বর তাদের খেয়াল খুশির মতন চলাফেরা করে। টাকা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সেটি সঠিক কাজে প্রয়োগ করতে হবে। সৎ পথে ইনকাম করতে হবে।

আমি একটি কথা বলেছি টাকা যেমন আমাদের মনোবল বাড়ায় তেমন টাকা আমাদের মন বল দুর্বল করে দেয়। ভালোভাবে বাঁচতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় না কিছু টাকা হলেই এই জীবনটা ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। প্রচুর টাকা হয়ে গেলে ব্রেনে চাপ বেড়ে যায় এত টাকা আমি কোথায় রাখবো আমি মারা গেলে এত টাকা কি হবে। প্রতিনিয়ত এই টাকার টেনশন টা আপনাকে দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে দেবে। মানুষ আমাদের স্বপ্ন দেখায় যে তুমি এটা করো তুমি ওটা করো ফ্রিতে সবাই জ্ঞান দিতে পারে কিন্তু কয়জন বা টাকা দিয়ে বলে যে তুমি এই কাজটা কর তুমি সফল হবে। বাস্তব জীবনে কোন কিছু করতে হলে টাকার প্রয়োজন। টাকাকে সঠিক কাজে ব্যবহার করা উচিত কারণ আপনার মৃত্যুর পর আপনি কিন্তু টাকা নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনি মৃত্যুর পর একটা জিনিস নিয়ে যেতে পারবেন। সেটা হল আপনার ভাল কাজ যে কাজের জন্য আপনাকে যুগ যুগ মানুষ মনে রাখবে। এই পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি রয়েছে তাদের কাছে প্রচুর টাকা রয়েছে সবাইকে কিন্তু মানুষ মনে রাখেনি। কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের কাছে টাকা থাকার সত্বেও তারা এই টাকাটাকে ভালো কাজে ব্যবহার করেছে। তাই তো আজ তাদের মৃত্যুর পরও তাদেরকে মানুষ স্মরণ করে। আপনার কাছে প্রচুর টাকা রয়েছে আপনি উপার্জন করছেন কিন্তু সেই টাকাটাকে আপনি কিভাবে খরচ করবেন সেটি আপনার ব্যাপার। কথায় আছে রাজার সম্পাদক অল্পদিনে শেষ হয়ে যায়। টাকা যেমন শক্তির উৎস, টাকা যেমন সুখের উৎস, টাকা যেমন অনুপ্রেরণার উৎস, তেমনি টাকা হতে পারে আপনার অশান্তির উৎস, আপনার মানসিক চাপের উৎস, তাই টাকা কে সঠিকভাবে ব্যবহার করা আমাদের সবার উচিত।

আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 3 days ago 

প্রতিটি মানুষের জীবনে টাকার প্রয়োজনীয়তা রয়েছে। এটা সত্যি বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে টাকা লাগে না কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে অবশ্যই টাকা লাগে। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

হ্যাঁ একটা মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের ক্ষেত্রে টাকার বিকল্প নেই ছোটখাটো সবগুলো চাহিদা পূরণ করতে হলে টাকার প্রয়োজন। আপনি বাইরে ঘুরতে যান বা ভালো কিছু খেতে চান যেকোনো ক্ষেত্রেই টাকা প্রয়োজন। সুন্দর কথাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

প্রতিটি মানুষের জীবনে টাকার প্রয়োজনীয়তা রয়েছে। মাঝে মাঝে তো মনে হয় টাকা ছাড়া কোন কিছুতেই সুখ নেই। আমি জানি এটা ভুল তবে আমার মাঝে মাঝে মনে হয়। জীবনের প্রতিটি স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য টাকার গুরুত্ব অপরিসীম।

 2 days ago 

আপনি তো একেবারে বাস্তবের কয়েকটি কথা বললেন ভাই। যে এই বাস্তবের চিত্র বুঝে উঠেছে সে জীবনে অনেক বড় হতে পেরেছে। টাকা ছাড়া সত্যই কোন কিছু সম্ভব নয় এ জীবনে। সবকিছুর মূলে আছে টাকা। আর যার টাকা আছে সে সবকিছুই সহজে ক্রয় করে নিতে পারে। তাই আপনার পোস্টটি বেশ প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত বলেই মনে হল।

 yesterday 

জীবন চলার পথে টাকার প্রয়োজন এটা সরম বাস্তব কথা। টাকা ছাড়া পৃথিবীর বুকে চলাচ সম্ভব। জানি অনেক সময় টাকাও অনেক কিছুই করতে পারে না কিন্তু বেশিরভাগ সময় টাকা ছাড়া মানুষের জীবন চলাটা কষ্টকর হয়ে পড়ে।