৬৮ টা ফটোর মধ্যে আপনি ৩৬ টা ফটো বাছাই করা মানে অনেক জটিল বিষয় দাদা। কারণ এই পুজোর থিম টা ভিন্ন ধরনের সুন্দর ছিল। যেহেতু সব গুলো কৃষি কাজ ভিত্তিক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বুঝা যাচ্ছে গ্রামীন চিত্র এবং ঐতিহ্য সুন্দরভাবে পুজোর মধ্যে তুলে ধরা হয়েছে। আমাদের বাঙালির ঐতিহ্য মানে হচ্ছে কৃষিভিত্তিক। অসাধারণ ভালো লেগেছে দাদা আজকের পুজোর থিম।