RE: আবদার পূরণ। || by @kazi-raihan
আপনার পোস্ট বিস্তারিত পড়েছি ভাইয়া ভীষণ ভালো লেগেছে। ছোট বোনকে গিফট দিলেন এটা সবচেয়ে বড় কথা কিন্তু প্রাইস এর বিষয়টা আমি চিন্তা করি না। কারণ গিফটের জিনিস সেটা যার যার সামর্থ্য অনুযায়ী। আপনার খালাত বোন তীশা বেশ খুশি মত আপনার দেওয়া গিফট গ্রহণ করলো এবং নিজে গিয়ে থ্রি পিস পছন্দ করে নিয়েছে। ভাই বোনের সম্পর্কটা যেন এমন থাকুক সারা জীবন। আমিও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর অনেক গুলো ভাই পেয়েছি। ছোট ভাই বড় ভাই তবে আপনাদেরকে ছোট ভাই হিসেবে সম্বোধন করি সব সময় বেশ ভালোই লাগে। আমারও নিজের দুইটা ছোট ভাই আছে তাদের সমতুল্য মনে করি আপনাদেরকে। যখন বোন বলে সম্বোধন করেন তখন সবচেয়ে বেশি ভালো লাগার কাজ করে। কারণ বোন শব্দটা বেশ ভালো লাগার একটি শব্দ। আর বোনদের কাছেও ভাইদেরে প্রতি আন্তরিকতা অনেক বেশি। অনেক ভালো লেগেছে আপনার পোস্ট পড়ে আপনার জন্য শুভকামনা রইল।