You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪০৩ | সাপের চোখ থাকতে অন্ধ আর জোঁকের চোখ তো বন্ধ, তবুও এরা খতরনাক কেন?

in আমার বাংলা ব্লগ4 months ago

যদিও সাপের চোখ আছে দেখতে পারে কিন্তু ছোবল মারার জন্য তারা না দেখার মত করে থাকে। আর জোঁকের চোখ নেই তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে রক্ত চুষে নিতে পারে। তারা দুইজনে একই প্রকৃতির জিনিস। তারা মানুষকে আঘাত করে একজন বিষ দেয় অন্যজন রক্ত চুষে খাই। তাদের থেকে সাবধান থাকা দরকার। এ ধরনের মানুষ আমাদের আশেপাশে অনেকেই রয়েছে।

Sort:  
 4 months ago 

আপনি ঠিক করেছেন আপু, এই ধরনের মানুষের অভাব নেই আমাদের সমাজে।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সহমত পোষণ করার জন্য।

 4 months ago 

একেবারেই ঠিক বলেছেন আপু,সমাজে সাপের সংখ্যা না থাকলেও জোকের সংখ্যা কিন্তু অনেক।

 4 months ago 

কথা সত্যি আপু যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই।