একদম ঠিক বলছেন আসলে জীবনটা এমনই যখন আমরা যেমন ভাবি ঠিক তেমন হয় না। আর সবার শরীরটা সব সময়ই এক যায় না মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ি আমরা। এমন কিছু ব্যাপার সেপার আছে যেগুলোতে সিদ্ধান্তহীনাদায় আমরা ভোগে থাকি। তখন কোন কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে বেশ জটিলতায় পড়তে হয়। আপনার প্রতিনিয়ত এ ধরনের শিক্ষামূলক কথাগুলো পড়লে অনেক বেশি অনুপ্রাণিত হয়।