ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফাজিল মাদ্রাসায় ভর্তির অভিজ্ঞতা ।
আসসালামুয়ালাইকুম ......
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য,এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফাজিল মাদ্রাসায় ,ফাজিল প্রথম বর্ষের ভর্তির হওয়া অভিজ্ঞতা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনার হয়তো অনেকই জানেন, আবার অনেকের জানা না ও থাকতে পারে ।আমরা যারা মাদ্রাসায় লাইনে পড়া শোনা করি ,তাদের কয়েক রকম সুযোগ সুবিধা আছে । মাদ্রাসায় পড়াশোনা পাশাপাশি স্কুল ,কলেজ ও পড়া শোনা করা যায়। আমি ক্লাস ওয়ান থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেছি। আমি দাখিল /SSC পাশ করি 2021সালে আর আলিম পাশ করি 2023 সালে। দাখিল পাশের পর আমি কলেজ এ ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু বাসা থেকে আমাকে ভর্তি হতে দেয় নি। আবার ও আলিম পাশ করি ! মাদ্রাসায় পড়াশোনা কারনে আমার হতে এখন দুই টি অপশন আছে কলেজে অনার্স করতে পারবো পাশাপাশি ফাজিল ও পড়তে পারব ।তাই ফাজিলের ভর্তি শুরু হওয়ার কথা শুনেই বেশ কয়েকজন ভর্তি হতে যাই।
ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম প্রায় দুই তিন মাস হইতেছে ,নানা ব্যস্ততার কারণে ব্লগটি শেয়ার করা হয় নি । ভর্তি হওয়ার জন্য যেদিন যায় আমার সবাই মিলে আগের দিন আলোচনা করে নেই ।যেহেতু সবার বাসা আলাদা আলাদা তাই সবাই মিলে টাইম ঠিক করা হলো এগারো টায় যাবো। আমার বাসা থেকে মাদ্রাসায় যেতে প্রায় ৩০ মিনিট এর মত লাগে। আমি সব কাগজপত্র রেডি করে ১০.৩০ মিনিটে বাসা থেকে বের হয়।
তারপর সবাই মিলে পুরো মাদ্রাসা ক্যাম্পাসটি ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মাদ্রাসা টি গ্রামাঞ্চলে তাই চারদিকের পরিবেশ আমার কাছে বেশ ভালই লাগলো। তারপর বেশ কয়েকজন ছাত্রী সাথে কথা বলে নিলাম, তারাও বেশ সাবলীল ভাবে সুন্দর করে কথা বলছিলেন। তারপর বেশ কয়েকজন শিক্ষকের সাথে সবাই মিলে কথা বলে নিলাম এবং মাদ্রাসা সম্বন্ধে কিছু ধারণা নিলাম বেশ ভাল রকমের কিছু অভিজ্ঞতা পেলাম।
এরপর আর দেরি না করে সবাই মিলে চলে গেলাম সোজা অধ্যক্ষের অফিসে। সেখানে ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পর প্রতিষ্ঠানে ভর্তির ফরম নিয়ে নিলাম। এবং ফরম টি পূরণ করে অধ্যক্ষের কাছে জমা দিয়ে দিলাম। বাসায় যাওয়ার সময় সবাই আমাদের ক্লাস রুম থেকে ঘুরে আসার জন্য সিদ্ধান্ত নিলাম। তারপর চলে গেলাম আমাদের ক্লাসরুমে। গিয়ে দেখি সেখানে ক্লাস চলছিল তাই আমরা আর ভিতরে না ঢুকে চলে এসেছিলাম।
অবশেষে মাদ্রাসা ভর্তির কার্যক্রম সম্পন্ন করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মাদ্রাসা থেকে বের হয়ে।
মাদ্রাসা যাওয়ার রাস্তাটি ছিল ভীষণ সুন্দর। দু সাইটে গাছপালা দিয়ে আবৃত। কিন্তু বাসা যখন আসছিলাম দুপুরের দিক তখন রাস্তায় যেন কোন গাছের ছায়া ছিল না কেননা সে সময় দুপুর টাইম ছিল সূর্য মামা তখন একদম মাথার ওপরে ছিল যার কারণে গাছের ছায়া গুলি ও স্ব স্ব স্থানে ছিল। আপনারা হয়তো জানেন গ্রাম অঞ্চলের রাস্তাগুলো যানজট ছাড়া এরকম প্রাকৃতিক দৃশ্য । যাই হোক তারপরে আমরা ভালো একটি রেস্টুরেন্ট দেখে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে। পুনরায় বাসার উদ্দেশ্যে রওনা দেয়।এই ছিল আমার আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয় ভর্তির অভিজ্ঞতা। আজকের মত এখানেই শেষ করছি।
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
বাহ আপনার সুন্দর অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফাজিল মাদ্রাসায় ভর্তি হলেন। আশা করি আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। এভাবে এগিয়ে যান আপু মন দিয়ে পড়ালেখা করেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।
ধন্যবাদ আপু।
ফাজিল মাদ্রাসায় ভর্তির অভিজ্ঞতা সম্পর্কে জেনে ভালো লাগলো আপু। আপনার হাতে দুটি অপশন ছিল আর আপনি একটি অপশন বেছে নিয়েছেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন আপু।