"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৭ || মাছের ডিজাইনে ঘুড়ি তৈরি||
আমি প্রায় এক সপ্তাহ আগে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হয়েছি। আসলে এই কমিউনিটির মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে।এই কয়েকদিন এর মধ্যেই আমি এই কমিউনিটির মধ্য থেকে বেশ কিছু জিনিস শিখতে পেরেছি। তবে বেশ কয়েকদিন আগে আমি কমিউনিটির মধ্যে একটি প্রতিযোগিতার পোস্ট দেখতে পারছিলাম।পরে প্রতিযোগিতার পোস্ট টি খুবই সুন্দর করে পড়ে নিলাম। আসলে ছোট বেলায় আমি অনেক ঘুড়ি বানিয়েছিলাম। তবে কমিউনিটির ঘুড়ি বানানোর দেখে ঘুড়ি তৈরি করার উৎসাহ বেড়ে যায়।তো আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আজকে রঙিন রঙিন কাগজ দিয়ে ঘুড়ি বানানোর চেষ্টা করেছি। ঘুড়িটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সের মধ্যে আপনারা জানাবেন।
প্রয়োজনীয় উপকরণ
- রঙিন কাগজ
- গাম
- কাঁচি
- স্কেল
- সুতো
- বাঁশের কাঠি
কার্য প্রণালী
ধাপ-: এক
প্রথমে আমরা বেশ কয়েক কালারের রঙিন কাগজ, কাচি, বাঁশের কাঠি এবং একটি গাম নিয়ে নিলাম।এই উপকরণ গুলো দিয়ে ঘুড়ি তৈরির জন্য খুবই দরকারি জিনিস পত্র।মূলত এই উপকরণের মাধ্যমে ঘুড়ি তৈরি হয়।
ধাপ- দুই
এরপর আমি একটি সাদা পেজ নিয়ে নিলাম। এখন পেজ টি চতুভূজ আকারে কেটে নিলাম। এখন একটি সোজা বাঁশের কাঠি নিয়ে নিলাম।বাশের কাঠি টি সাদা পেপারের মাঝ বরাবর দিয়ে নিলাম।
ধাপ- তিন
এখন আমি আরেকটি বাঁশের কাঠি পরিমাণ মতো কেটে নিলাম।এই কাঠি টি বিপরীত পাশের দুই কর্ণারে ভাজ করে বসিয়ে আটা লাগিয়ে নিলাম।
ধাপ- চার
এখন যেহুতু আমি মাছের আকারে ঘুড়ি তৈরি করবো, সেহেতু আমাকে মাছের মতো করেই সব কিছু কাজ করতে হবে। এখন আমি ঘুড়ির একদম পিছনের অংশে সাদা পেপারের মাধ্যমে মাছের লেজ তৈরি করে নিলাম।
ধাপ- পাঁচ
এখন আমি একটি হলুদ রঙের পেপার হাতে নিয়ে নিলাম। মূলত এই হলুদ পেপার দিয়ে বেশ কিছু ফুল তৈরি ঘুড়ির চারদিকে লাগিয়ে নেবো। আমি হলুদ রঙের পেপার গুলো পরিমাণ মতো কেটে নিয়ে বেশ কয়েকটি ছোট ছোট ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ছয়
এরপর বেশ সবুজ রঙের একটি পেপার হাতে নিয়ে নিলাম। সবুজ রঙের পেপার দিয়ে মূলত একটু বড় সাইজের ফুল তৈরি করবো।আর এই ফুল ঘুড়ির একদম উপরের দিকে লাগিয়ে নিবো। এখন আমি পরিমাণ কিছু পেপার কেটে বেশ কয়েকটি ফুল তৈরি করে নিলাম।
ধাপ- সাত
এরপর বড় সাইজের ফুল গুলো ঘুড়ির একদম উপরের দিকে বাশের কাঠির সাথে আটা দিয়ে লাগিয়ে নিলাম।ফুল গুলো সাজানোর পর ঘুড়ির সৌন্দর্য কিছুটা বেড়ে গিয়েছে।
ধাপ- আট
এরপর আমি আরো একটি সাদা পেপার নিয়ে নিলাম।এই সাদা পেপারটি মূলত ঘুড়ির লেজ তৈরি করার কাজে ব্যবহার করবো। এখন আমি সাদা পেপার টি খুবই চিকন করে কেটে কেটে নিলাম।
ধাপ- আট
এখন আমি চিকন করে কাটা লেজ গুলো ঘুড়ির দুই পাশের মাথায় আটা দিয়ে লাগিয়ে নিলাম। এখন ঘুড়িটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এরপর আমি হলুদ রঙের ফুল গুলো ঘুড়ির বেশ কয়েক জায়গায় লাগিয়ে নিলাম। এখন ঘুড়িটি আরো বেশি সুন্দর লাগছে।
ধাপ- নয়
এখন আমি ঘুড়ির চারদিকে দিয়ে সব ধরনের ফুল গুলো আটা দিয়ে লাগিয়ে নিলাম। এখন ঘুড়িটি দেখতে একদম সুন্দর লাগছে। ঘুড়ি টি দেখে মনে হচ্ছে একটি মাছ। আসলে মাছ কে কেন্দ্র করেই এই ঘুড়ি টি তৈরি করা হয়েছে।
ফাইনাল ধাপ
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
ঘুড়ি টি কেমন হয়েছে তা সকলেই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ
মাছের ডিজাইনে ঘুড়ি তৈরি করেছেন।এটা বেশ দারুন লাগতেছে। আপনি নতুন মেম্বার হিসেবে বেশ সুন্দর কাজ করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ভিতরে ডিজাইন টি বেশ সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি বেশ চমৎকার ভাবে মাছ ডিজাইনে ঘুড়িটি বানিয়েছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
শুভকামনা রইলো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। আপনি ভীষণ চমৎকার করে মাছের ডিজাইনের একটি ঘুড়ি বানিয়েছেন ভীষণ চমৎকার লাগছে দেখতে।মনে হচ্ছে সত্যি একটি মাছ।ধন্যবাদ ভাইয়া সুন্দর ঘুড়ি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
মাছের ডিজাইনে অসাধারণ একটি ঘুড়ি তৈরি করেছিলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে এই ঘুড়ি তৈরি করলেন দেখতে পেয়ে ভালো লাগলো।
বেশ দারুন ভাবে মাছের ডিজাইনে ঘুড়ি তৈরি করেছেন। আপনার তৈরি ঘুড়িটি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তবে আপনি নতুন মেম্বার হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার জন্য শুভকামনা রইল। আপনি এভাবেই সামনের দিকে এগিয়ে যান।
মাছের ডিজাইনে খুব সুন্দর করে ঘুড়ি তৈরি করেছেন আপনি। ঘুড়িটি দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন । সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। একটা বিষয় বেশ ভালো লেগেছে আপনি ছোটবেলা থেকে ঘুড়ি বানান এই বিষয়টা। তাছাড়া নতুন ব্লগার হিসেবে আপনি এত সুন্দর করে ঘুড়িটা বানিয়েছেন এটা সত্যি দারুন ব্যাপার। আপনার জন্য শুভকামনা রইলো।
এই সুন্দর প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে আপনার অংশগ্রহণ দেখে। আপনার ঘুড়িটা তৈরি করা অনেক সুন্দর হয়েছে আপু।
আপনার তৈরি করা ঘুড়িটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এত সুন্দর করে ঘুড়ি তৈরি করেছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।