দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার আকাঙ্ক্ষায় || I am Applying for help from Amar bangla blog Charity|| 100% beneficiary for @abb-charity.

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দুআ তে ভালো আছি।তবে খুব একটা ভালো নেই আমি।তার জন্য আপনাদের মাঝে কোনো পোস্ট করতে পারছি না আমি।আসলে আমার চোখে অনেক বেশি সমস্যা হচ্ছে তার জন্য ফোনে বেশি সময় তাকিয়ে থাকতেও পারি না😥।

IMG_20231108_235323.jpg

আমার চোখের সমস্যা টা শুরু হয় বয়স তখন আমার দশ বছর ছিলও। শবেবরাতে সময় সন্ধায় আমাদের বাসায় ধূপকাঠি জ্বালানো হতো সব সময়।হাতে করে জ্বলন্ত ধূপকাঠি এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাওয়ার সময় আমার হাত থেকে আমার বাম চোখে এসে ডুকে যায়।এরপর আব্বু অনেক ঠান্ডা পানি দেয় আর সারারাত চোখে অনেক ব্যথা ছিলও। সকালে উঠেই চট্টগ্রাম ফয়েজ লেক চক্ষু হাসপাতালে নিয়ে যায়।ডাক্তার দেখানোর পর দুইদিন চোখে কিছু দেখি নাই আস্তে আস্তে ঠিক হয়। এরপর কয়েক মাস পর থেকে আমি দূরের কিছুই দেখতে পারি না। তারপর ডাক্তার দেখিয়ে চশমা নিয়ে দেয় আব্বু। দুই থেকে তিন বছর চোখে আর কোনো সমস্যা হয় নাই চশমা পড়তাম ৩.০০ পাওয়ার এর।এর মধ্যে আর কোনো ডাক্তার দেখানো হয়নি।এরপর ২০১৯ সালে আমি আবার চট্টগ্রাম আই কেয়ার হসপিটালে ডাক্তার দেখাই ওখান থেকে আমাকে চশমা দেয় সব সময় পড়ার জন্য। এই চশমার পাওয়ার ছিলও বাম চোখে ১২.০ আর ডান চোখে ১১.০ পাওয়ার। এই কয়েক মাস যাবত আবার ওই চশমা দিয়ে কিছু পরিষ্কার দেখছিলাম না।

IMG_20231108_233145.jpg

তার জন্য আমি প্রথমে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ডাক্তার দেখিয়ে ছিলাম। সেখানে থেকে আমাকে বলছেন এখন চোখের যেই পাওয়ারের চশমা এর উপরে আর কোনো চশমা নেই। তার মধ্যে তারা কিছু টেস্ট করে।

IMG_20231108_233246.jpg

IMG_20231108_233219.jpg

এইগুলো হলো টেস্ট গুলো। এর মধ্যে ওখানে থেকে চলে আসি।এরপর আবার আইরিন আপুর বাবু হওয়ার সুবাদে আবার ঢাকায় যাওয়া হয়।আপুও দেখলো চোখে সমস্যা বেশি পড়তে পারি না কিছু। চোখ থেকে পানি পড়ে আর ঝাপসা হয়ে যাই চোখ। এরপর আমি আবার ধানমন্ডি বাংলাদেশ আই কেয়ার হসপিটালে ডাক্তার দেখাই।

IMG_20231108_2341.jpg

১৫শত টাকা বলে সিরিয়াল এরপর বলে কমিয়ে নিলাম। ১ হাজার টাকা দিয়ে সিরিয়াল নিয়ে নিলাম।আমি জানতাম না ডাক্তার কখন বসে। আমি চলে যায় ১২ টাই।এর মধ্যে রিসিপশনে কাগজ টা জমা দিতে যায় তারা বলে ডাক্তার ৪ টার সময় বসবে। এখন তারা জমা নিবে না বসতে বলেছে ডাক্তার আসলে নিবে।৪ ঘন্টা বসে থাকি আর কোথাও যাওয়া হয় নাই। ধানমন্ডি থেকে গুলিস্তান যেতে আবার অনেক সময় লাগতো তার জন্য বসে ছিলাম হসপিটালেই।

IMG_20231108_234200.jpg

৪ টার সময় ডাক্তার আসে এরপর সিরিয়াল নিয়ে বসে থাকি।আমি ছিলাম ৫ নাম্বার সিরিয়ালে।এরপর আমার সিরিয়াল আসে আমাকে ডাকে তারা এরপর ভিতরে যাওয়ার সাথে সাথে কাগজ গুলো নেয় আমার থেকে। ডাক্তার চোখে অনেক মেশিন দিয়ে পরিক্ষা করে। ডাক্তার বলে আমি কি ভাবে পড়াশোনা করছি এতো সমস্যা হয়ে আছে চোখে।আমার চশমার অনেক বেশি পাওয়ার তার জন্য বলে। আপনার চশমার যেই পাওয়ার আপনি সব সময় এই পাওয়ারের চশমা পড়লে আপনার চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে।আমি বললাম স্যার তাহলে লেসিক করে নিলে ঠিক হবে কি না।ডাক্তার বলে আপনার চোখের চশমার যেই পাওয়ার আপনার চোখে লেসিক হবে না। ICL করাতে হবে ICL ছাড়া হবে না। এরপর জিজ্ঞেস করলাম ICL করাতে খরচ কত পড়বে। ডাক্তার বললো ২ লক্ষ ৫০ হাজার টাকা। এই কথা শুনে মাথায় আসমান ভেঙে পড়লো।এরপর জিজ্ঞেস করলাম স্যার এতো টাকা কেনও পরে ওনি বললো এই পাওয়ারের ICL বাংলাদেশ নেই বাহিরের দেশ থেকে আনতে হবে তার জন্য । এরপর বললো ডিসকাউন্ট দেয় তারা ডিসকাউন্টে ২ লক্ষ ১০ হাজার টাকা। আর অপারেশন করার আগে কিছু টেস্ট করবে তার খরচ আবার ৭ হাজার টাকা।

IMG_20231108_233313.jpg

IMG_20231108_234043.jpg

IMG_20231108_234009.jpg

এখন চোখে যেই সমস্যা এই চশমা দিয়েও চোখে আমি ভালো করে দেখছি না।আর ডাক্তার বললো চশমা পড়লে আস্তে আস্তে পাওয়ার আবার কমে যাবে। এখন এই চশমা টা পড়ে আমার মাথায় খুব ব্যথা করে আর চোখ দিয়ে পানি চলে আসে।এখন ফোনে লিখছি অনেক সময় ধরে চোখে ব্যথা করছে আর ঝাপসা হয়ে যাচ্ছে সব😭।

IMG_20230912_223452.jpg

ডাক্তার কে বলছিলাম আমাকে লিখে দেওয়ার জন্য। কতো খরচ পড়বে সব টা। ওরা বলে তাদের কোনো নিয়ম নেই লিখে দেওয়ার অপারেশনের আগে। তাই পাশে ছোট করে লিখে দিয়েছে টেস্ট গুলো ৭ হাজার আর ICL টা ২ লক্ষ ১০ হাজার টাকা।আমি কোনো উপায় না পেয়ে প্রথমে বিষয় টা @rme দাদাকে জানায় খুব ভয়ে ভয়ে এরপর দাদা বলে আপনি একটি টিকেট ক্রিয়েট করুন। আর আমি কমিউনিটির ডিসকোর্ডে একটি টিকেট ক্রিয়েট করি।এর মধ্যে হাফিজ উল্লাহ ভাইকে সব খুলে বলি । আর আসলে আমার এমাউন্ট ও অনেক বেশি ছিলও। নুসুরা আপু আমাকে সুন্দর একটি উপদেশ দেন। আপুর উপদেশ শুনে কাজ করি আমি। আমি মোটামুটি সবার থেকে টাকা নিয়ে জোগাড় করতে পেরেছিলাম।
এর মধ্যে আম্মু হসপিটালে ছিলও আম্মুর পিছনে অনেক টাকা চলে যায়।তার জন্য এখন আমি সব মিলিয়ে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জোগাড় করতে পেরেছি। আর পরিক্ষার জন্য ৭ হাজার টাকা আমার এক বন্ধু সব টা দিবে।এখন কোনো ভাবে আমি আর পারছি না টাকা জোগাড় করতে।

আমার আরও ৫৫ হাজার টাকার প্রয়োজন।আবার বাধ্য হয়ে আমি কমিউনিটি তে সহযোগিতার জন্য হাত বাড়ায়। এখন @rme দাদা আমার জন্য সহযোগিতার হাত বাড়ায়। আমি দাদার এই উদ্যোগকে অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান জানাই🙏🙏।তিনি আমার জন্য বিপদে হাত বাড়িয়েছেন।আমাদের @amarbanglablog এর সকল সদস্য সহ সকলের সহযোগিতা কামণা করছি।

মানুষ মানুষের জন্য
Sort:  
Loading...
 last year 

আপনার চিকিৎসার জন্য মোট প্রয়োজন 210000 টাকা
আপনি জোগাড় করেছেন 155000 টাকা
আর এবিবি চ্যারিটি হতে আপনি সহযোগিতা চাচ্ছেন 55000 টাকা।

 last year 

জি ভাইয়া আমার আর ৫৫০০০ হাজার টাকা কম রয়েছে। তাও আমি চেষ্টা করেছি আর কোনো ভাবে পারছি না জোগাড় করতে।

 last year (edited)

আপু কোন চিন্তা করবেন না। আমরা তো আপনার ভাই, যতটুকু পারি বোনের পাশে থাকার জন্য চেষ্টা করবো।

 last year 

ইনশাআল্লাহ ভাইয়া আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই😥🙏🙏।দুআ করবেন ভাই।আমার এই বিপদে হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞ ভাই আপনাদের প্রতি। 🙏🙏

 last year 

আপনার সমস্যাটি বিস্তারিত পড়েছি আপু। খুবই খারাপ লাগলো পড়ে। আসলে আপনার চোখের মধ্যে বড় ধরনের সমস্যা হয়ে গেছে। যেহেতু আগে করলে আরো অনেক ভালো হতো। যে কোন সমস্যা যদি সেটা ফেলে রাখা হয় তাহলে দিন দিন আরো সমস্যা বেড়ে যায়। তো আপনি আমাদের সবার সাথে আপনার সমস্যাটি তুলে ধরলেন ভাল লাগলো আপু সেই সাথে আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার বিষয়টি দেখবে প্রিয় দাদা ও আমাদের সকল এডমিন মডারেটর ভাই বোনরা। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।

 last year 

আপু ফেলে রেখে এখন আমার সমস্যা টা অনেক বেশি হয়ে গেছে। আর এমনো হতে পারে আমি আরও অবহেলা করলে আমি অন্ধ হয়ে যেতে পারি। জি আপু আপনাদের সবার সহযোগিতা কামণা করছি। দুআ করবেন আপু।

 last year 

দোয়া সব সময় আপু।

 last year 

সত্যি বলতে আপনাদের বোনদেরকে কমিউনিটিতে না দেখতে পেয়ে ভীষণ খারাপ লাগে। হয়তো ভেবেছিলাম ব্যক্তিগত কোনো কারনে আপনি কাজ করছেন না। এত বড় একটা সমস্যা নিয়ে আছেন, এটা জেনে সত্যিই ভীষণ খারাপ লাগলো। আসলে চোখ আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখে সমস্যা হলে সত্যি ভীষণ কষ্ট করতে হয়। তবে এতদিন ধরে এত পাওয়ারের চশমা পড়েছেন এটা জেনেই খারাপ লেগেছে। যাই হোক আপনি কিছু টাকা জোগাড় করতে পেরেছেন, আর কিছু টাকা নিশ্চয়ই আমার বাংলা ব্লগ পরিবার আপনাকে সহযোগিতা করবে। কারণ আমরা সব সময় "মানুষ মানুষের জন্য" এই কথাটা বিশ্বাস করি। আশা করি আপনি দ্রুত হচ্ছে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠবেন, আপনার জন্য প্রার্থনা করি। আর তারপর আমাদের মাঝে আবারো সুন্দরভাবে ফিরে আসবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপু আমি আপনাদের কে খুব বেশি মিস করি। কিন্তু চোখের সমস্যার জন্য বেশি সময় ফোনের আলোতে তাকিয়ে থাকতেও পারি না । তার জন্য আপনাদের সাথে আমি থাকতে পারছি না। দুআ করবেন আপু তাড়াতাড়ি যেনও সুস্থ হতে পারি।

 last year 

আপু আপনার লেখা পড়ে ভীষণ কান্না পাচ্ছিল। চোখের দৃষ্টি হারিয়ে যাওয়া অনেক বেশি কষ্টের। আপনি অনেক কষ্ট করে দিন পার করছেন বুঝতেই পারছি। ICL করাতে অনেক খরচ হয়। দাদা আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেনে ভালো লাগলো। আপু আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

 last year 

জি আপু দুআ করবেন আমার জন্য ।অনেক টাকা তার জন্য আপু দাদার কাছে সহযোগিতা চেয়েছি।
আল্লাহ তায়ালা যেনও তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়।

 last year 

আপু আপনার পোস্ট পড়ে সত্যি চোখের পানি ধরে রাখতে পারিনি। এই চোখ দিয়ে আমরা কত সুন্দর এই পৃথিবী দেখতে পাই। অথচ আমরা এই চোখেরই যত্ন নেই না। আপনার ছোটবেলায় যখন এই সমস্যা হয়েছিল তখন যদি ঠিকঠাক মতো ভালো চিকিৎসা করাতেন তাহলে হয়তো এত কষ্ট সহ্য করতে হতো না। তবে আপু এখনও অনেক সময় রয়েছে ভালো করে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। আপনার কথা যেহেতু আমার বাংলা জেনেছে তাহলে নিশ্চয়ই তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আপনার জন্য দোয়া রইল সুস্থ হয়ে যাতে আবারও আগের মতো এক্টিভ হতে পারেন।

 last year 

আপনার পুরো সমস্যাটি পড়ে সত্যিই অনেক খারাপ লাগলো।
চোখ বন্ধ করে রেখে কিছু সময় নিজের মাঝে কল্পনা করলাম।
যদিও এভাবে বাস্তবতাটা বুঝতে পারেনি তবে কতটা কষ্ট হয় একটু উপলব্ধি করতে পারলাম।
সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন আপনার সমস্যার সঠিক সমাধান দিয়ে দেন।

 last year 

আপনার কথাগুলো পড়ে সত্যিই খুবই কষ্ট পেলাম। এই কমিউনিটির সাথে শুরু থেকে যুক্ত আছি আপনার সাথে অনেকবার কথা হয়েছে। অনেকদিন যাবত আপনি কাজের সাথে যুক্ত নেই হয়তো নিজের ব্যক্তিগত সমস্যায় ছিলেন কিন্তু এই পোস্ট পড়ার মাধ্যমে বুঝতে পারলাম চোখে সমস্যা নিয়ে ভালই খারাপ মুহূর্তের সম্মুখীন হয়েছেন । চোখের সমস্যা যেটা খুবই মারাত্মক পৃথিবীতে চোখ ভালো না থাকলে সত্যিই নিজেকে নিঃস্ব লাগবে । যেটা কেউ কখনো প্রত্যাশা করে না ভাগ্যে কার কি লেখা আছে সেটা কেউ জানে না। জন্মলগ্ন থেকে একটা অসুখের সাথে এখনো লড়াই করছি প্রতিটা মানুষ অসুস্থ হলেই বুঝতে পারে সুস্থতা কত বড় নেয়ামত। যাইহোক, দাদার সহযোগিতা অনেকটা অনুপ্রেরণা দিবে এবং আমাদের সবারই উচিত এই সহযোগিতার সাথে যুক্ত হওয়া। ভালো লাগলো দাদার প্রশংসা সব সময় করব যিনি আমাদের পরিবারের মত দেখে থাকেন।

 last year 

প্রথমেই বলি আপনার কথা শুনে বেশ খারাপ লাগলো। সত্যি বলতে এমনি আমরা সুস্থ মানুষেরা মোবাইলের দিকে তাকালে চোখ ঝপসা হয়ে যায় মাঝে মাঝে আর আপনি তো সমস্যা নিয়ে হলেও ছিলেন আমাদের সাথে। আশা করছি বাকি টাকাগুলো সহযোগিতা পেলে আপনি সুস্থ হয়ে উঠবেন। মানুষ মানুষের জন্য।

 last year 

আপু আপনার লেখা গুলো পড়ে ভীষণ খারাপ লাগলো। চোখের সমস্যা বলে কথা আস্তে আস্তে বড় আকার ধারণ করেছে। কমিউনিটির সবার সাথে বিষয়টি শেয়ার করে খুব ভালো করেছেন। আশাকরি সবাই আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দোয়া করি অপারেশন করার পর যেনো আপনার চোখের সমস্যা কেটে যায়।

 last year 

জি ভাইয়া দুআ করবেন। আমি যেনও আবার আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারি।