অনু কবিতা পোস্ট ||| প্রকৃতির কিছু অনু কবিতা ||| original poetry by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে এই শীতের সময় গুলো সুন্দর ভাবে কাটাচ্ছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং এখানে ব্লগিং করতে করতে এক প্রকার অভ্যাসে পরিণত হয়ে গেছে।তাইতো সব সময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।
আবেগ অনুভূতি হৃদয়ের চাঞ্চল্যতা দুঃখ বেদনা প্রতিটি মানুষের হৃদয়ে থাকে। হৃদয়ে কখনো আনন্দ থাকে আবার কখনো বেদনার কাতর থাকে। মনের আবেগ অনুভূতি দিয়ে লেখা হয় কবিতা। কবিতা বাস্তবতা ও কাল্পনিক দুটোই হয়ে থাকে। তবে বাস্তবতাকে নিয়ে লিখতে অনেক ভালো লাগে। আবার কল্পনায় ডুবে থাকতেও ভালো লাগে। কারণ স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না। আর স্বপ্ন ও আশা নিয়েই মানুষ বাঁচে।
যদিও আমি কবি নই। তারপরও কিছু লেখার চেষ্টা করি।যখনই অবসর সময় পাই চেষ্টা করি ডায়েরি কলম হাতে নিয়ে কবিতা লেখার জন্য। আজকাল কেন জানি কবিতার প্রেমে পড়ে গেছি তাইতো টুকটাক করে দু এক কলম লেখেই চলছি। চলুন আর কথা না বাড়িয়ে আমি আজ আপনাদের মাঝে কিছু অনু কবিতা নিয়ে হাজির হয়েছি দেখে নেয়া যাক।
তাইতো কুয়াশাচ্ছন্ন চারিদিক,
মেঘে ঢেকে আকাশ
চার দিকটা বইছে বাতাস,
ঘাসের ডগায় জমেছে শিশির
শিউলি ফুলের সুরভী,
আবেগ অনুভূতি দিয়ে গাঁথা মালা
শীতের সময় ভারী মজা,
প্রকৃতির সতেজতায় মনের ভেতর
এক অন্য অনুভূতি পাওয়া।
এলো বুঝি মনে,
বিরহ বেদনা চলে গেল সঙ্গোপনে।
তুমি আমি বেশ আছি
হৃদয়ের কাছাকাছি,
আর আছে সতেজতা ভরা সবুজ প্রকৃতি।
তোমার মাঝে হারিয়ে যেতে অনেক ভালো লাগে,
তোমার সবুজ সতেজতা
হৃদয়কে করে চঞ্চলতা,
চোখ বন্ধ করে যখন তোমায় অনুভব করি,
বুক ভরে যখন আমি নিঃশ্বাস নেই
তোমার স্নিগ্ধ শীতল হাওয়া
আমাকে করে মুগ্ধ।
আমি এক নিমিষেই হারিয়ে যেতাম সেই দিনে,
খুব ইচ্ছে করে সেই আগের দিন পেতে
শৈশবের স্মৃতিগুলো আজও চোখে ভাসে,
কতনা ছিল আনন্দ,
কত ছিল মায়া মমতা,
আজ সব হারিয়ে গেল স্বার্থপরতায়।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1869265778920603706?t=jjRn2aiOl41diLxWhruhmQ&s=19
আপনার লেখা শীত নিয়ে প্রথম অনু কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে আপু। খুব সুন্দর ভাবে কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। ছোট ছোট এ ধরনের কবিতা গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার অনু কবিতাগুলো আপনার ভালো লেগেছে এটিই আমার সার্থকতা।
শীত বিষয়ক দারুণ কিছু অণুকবিতা লিখেছেন। তার সাথে যুক্ত হয়েছে কিছু প্রেমের কবিতা। সব মিলিয়ে দারুণ একটি অনু কবিতা সিরিজ আমাদের উপহার দিলেন আপু। কবিতা লিখতে থাকুন। তাহলে আরো ভালো লিখতে পারবেন৷
আমার অনু কবিতা গুলো আপনার পছন্দ হয়েছে। জেনে অনেক ভালো লাগলো দাদা।
ঠিক বলেছেন আপু,প্রতিটি মানুষ আশা এবং স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ কিছু অণু কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। বিশেষ করে প্রথম অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। শীতকাল আমার খুবই পছন্দ। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার লেখা কবিতা গুলো প্রায় সময় পড়া হয়। আপনার আজকের কবিতাগুলো পড়েও ভীষণ ভালো লেগেছে আপু। প্রত্যেকটা অনু কবিতা চমৎকার লিখেছেন আপনি। পড়ে ভালো লাগলো। বিশেষ করে শেষের দুইটা অনু কবিতা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর কিছু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার অনু কবিতাগুলো আপনার পড়ে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপু।
খুব সুন্দর অনু কবিতা লিখলেন আপু। আপনার শেয়ার করা অনু কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। এভাবে ছোট ছোট কবিতা গুলো পড়তে পারলে অনেক ভালো লাগে। যেহেতু প্রতিটি অনু কবিতার মধ্যে ভিন্ন ধরনের অনুভূতির প্রকাশ পায়।
আমার অনু কবিতা গুলো আপনার পড়ে ভাল লেগেছে এটিই আমার সার্থকতা।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনি সত্যি অনেক বেশি সুন্দর করে কবিতা লিখতে পারেন। আর আজকেও খুব সুন্দর করে অনু কবিতা গুলো লিখেছেন আপনি। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আর আপনি প্রতিনিয়ত কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন বলেই এত সুন্দর কবিতা লিখতে পারছেন।
দোয়া করবেন ভাই সব সময় চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু কবিতা লেখার জন্য।
অসাধারণ অসাধারণ কতগুলো অনু কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা অন কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে ভালবাসা নিয়ে লেখা অন কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
দাদা আপনার কাছে আনু কবিতাগুলো ভালো লেগেছে। এর মানে আমার লেখাটা সার্থক।