ডাই পোস্ট ||| ক্লে দিয়ে কিউট পুস ও দোলনা ||| original diy @saymaakter.
আসসালামু আলাইকুম। শীতের হিমেল হাওয়া কুয়াশাচ্ছন ঢাকা আকাশ এবং সবুজ ঘাসের ডগায় শিশির যেমন অপরূপ। তেমনি এই শীতে প্রত্যেকটি পরিবার নিজের আপনজনকে নিয়ে ভালো ও সুস্থ থাকুক এই কামনাই করি। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
নতুন দিন মানে নতুন আশা নতুন সম্ভাবনা এবং নতুন প্রত্যাশা। নতুন দিনে আমরা নতুন করে সব কাজে ব্যস্ত থাকি।আমিও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।প্রকৃতির অপরূপ ভাবে সাজে। এই শীতের সময় সবকিছুই অন্যরকম লাগে। সবুজ প্রকৃতির সতেজতা ফুল ফল সবকিছুই আমাদেরকে মুগ্ধ করে। সত্যিই প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনা হয় না। সকালে উঠে যখন চার দিকটা কুয়াশা ঘিরে থাকে তখন চাদর গায়ে জড়িয়ে শীতের অন্যরকম একটি অনুভূতি মনের ভিতর আসে।
ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। ক্লে দিয়ে বিভিন্ন রকমের শো-পিস ফুল সবাই তৈরি করছে সেই তৈরি করা জিনিসগুলো দেখতে যেমন সুন্দর লাগে তেমনি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।পুস আমাদের নিজস্ব করেন।পুসকে ঘিরে আমাদের সকলেরই স্বপ্ন ও কল্পনার যেন শেষ নেই।যে যার সামর্থ্য অনুযায়ী সবাই কমবেশি পুস কিনে রেখেছে।আসলে সবারই স্বপ্ন থাকে বেঁচে থাকার জন্য।আর বেঁচে থাকার যদি একটি অবলম্বন কেউ পেয়ে যায় তাহলে তার ভালোবাসারও কোন সীমানা থাকে না। পুসের প্রতি আমাদের ভালবাসাটাও অনেক বেশি।সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আমাদের স্বপ্নপূরণ হবে।পুসের প্রতি ভালোবাসা নিয়ে আমি আজ আপনাদের মাঝে দোলনায় পুস দোল খাচ্ছে তারই একটি ডাইপোস্ট নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আমি কিভাবে ডাই পোস্টি করেছি দেখে নেয়া যাক।
উপকরণসমূহঃ-
১।ক্লে।
২।কৌটার ঢাকনা।
৩।সুতা।
৪।ঝাড়ুর কাঠি।
৫।গ্লিটার কাগজ।
প্রথমে ক্লে নিয়ে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিয়েছি ।
এবার পুসের কান বানানোর জন্য সামান্য পরিমাণ ক্লে নিয়ে আবারও গোল করে নিয়েছি।
সুন্দর করে ত্রিভুজাকৃতি করে পুসের দুটো কান বানিয়ে নিয়েছি।
পুসের মুখের সাথে কান দুটো অ্যাড করে নিয়েছি।
এবার পুসের দুটো চোখ বানিয়ে নিয়েছি এবং চোখ দুটো লাগিয়ে নিয়েছি।
ক্লে দিয়ে পুসের মুখ লাগিয়ে নিয়েছি।
কলম দিয়ে পুসের মুখের কাঁটাগুলো একেঁ নিয়েছি ।
এবার পুসের বডি বড় করে বানিয়ে নিয়েছি এবং সঙ্গে একটি লেজ বানিয়ে নিয়েছি।
এবার পুসের বডির সাথে লেজটি লাগিয়ে নিয়েছি।
পুসের মাথা ও বডি একসঙ্গে সেট করে নিয়েছি।
একটি কৌটার মুখে সবুজ ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি।
এরপর দুটো কাঠির ভিতরে ঝাড়ুর কাটি লাগিয়ে নিয়েছি এবং সবুজ ক্লে দিয়ে কাঠি সুন্দর করে লাগিয়ে নিয়েছি।
এবার গ্লিটার কাগজ দোলনার জন্য সুন্দর করে কেটে নিয়েছি।
সুই সুতার সাহায্যে দোলনার দুই সাইডে রশি বানিয়ে নিয়েছি।
ক্লে দিয়ে আবারো কিছু ফুল বানিয়ে নিয়েছি।
এবার দোলনাটি সেট করে নিয়েছি সুন্দর করে কৌটার মুখে।
ফুলগুলো নিচে দিয়েছি এবং দোলনায় পুস সেট করে দিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "ক্লে দিয়ে কিউট পুস ও দোলনা"।এবার এই "ক্লে দিয়ে কিউট পুস ও দোলনা" এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
আপনি খুব চমৎকার এবং কিউট একটা ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। আপনার তৈরি করা দোলনা আর puss টা কে খুবই সুন্দর লাগছে দেখতে। দারুন একটা জিনিস তৈরি করেছেন আপনি। ফুলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এত চমৎকার একটা জিনিস তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আজকের টাক্স
https://x.com/mst_akter31610/status/1859117947496919151?t=gvOIgg-4vkMAcvLoyrWO3Q&s=19
ক্লে ব্যবহার করে আপনি অনেক সুন্দর পুশ এবং দোলনা তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর করে এবং দক্ষতার সাথে এটা সম্পূর্ণ করেছেন যা দেখেই বুঝতে পারছি। আপনি এটা ঘরের মধ্যে শোপিস হিসেবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। এভাবে যদি প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি তৈরি করতে পারবেন ক্লে দিয়ে।
উৎসাহ মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।
এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই কিউট পুস ও দোলনা তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের ক্লে দিয়ে এই সুন্দর কিউট পুস ও দোলনা তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।
আমার ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।
অনেক সুন্দর পুষ তৈরি করেছেন এবং তার দোলনা তৈরি করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে তৈরি। অসাধারণ হয়েছে কিন্তু।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
ক্লে দিয়ে কিউট পুস ও দোলনা অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই ডাই পোস্টটি তৈরি করেছেন। ধাপ গুলো দেখে শিখে নিলাম।
আমার ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন। বিষয়টি আমাকে অনেক বেশি উৎসাহিত করল।
ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।খুব সুন্দর একটি দোলনা আর পুশ এর ডাই পোস্ট আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি দোলনা ও কিউট পুস তৈরি করেছেন। আপনার এই আইডিয়াটা খুব ভালো লেগেছে। পুস দোলনার মধ্যে নিশ্চিন্তে বসে দোল খাচ্ছে দেখে ভালো লাগলো। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। এটা বানাতে নিশ্চয়ই অনেকটা সময় লেগেছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু ডাইটি তৈরি করতে অনেক সময় লেগেছিল এবং অনেকবার বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরেও চিন্তা করছিলাম যে বানিয়েই ছাড়বো।