You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৫

in আমার বাংলা ব্লগlast year

জীবন নামের রেল গাড়িটা
চলে যাচ্ছে বেশ,
সুখ-দুঃখআমার জিবনে,
নেই তো তার শেষ
সুখের পেছনে ছুটে যারা
সুখ তাদের দেয় না ধরা,
দুঃখ আমার বসতবাড়ি
দুঃখ চলার সাথী,
এই দুঃখকে ছুটি দিয়ে
সুখ নিয়ে আসি ।
জীবন আমার যেমন তেমন
ব্যস্ততায় কাটে,
এত প্যারা মাথায় নিয়ে
জীবনটা কি বাঁচে।