গল্পটি যতই পড়ছিলাম দাদা মনে হয় আগেরদিনে হারিয়ে যাচ্ছিলাম।আগের দিনে সাবান ছিল না ক্ষার দিয়ে শরীর পরিষ্কার করত।
ঘাটে গোসল করতে গিয়ে যে এত বড় বিপদ হবে কে জানত ।গল্পটি পড়ে গা শিউরে উঠছিল। কারন একটি জলজ্যান্ত মানুষ এক নিমিষেই চলে গেল চোখের সামনে।কে জানত এটা তার শেষ গোসল।ক্ষারের গল্প আমিও শুনেছি মার কাছ থেকে কিন্তু কখনো চোখে দেখিনি।ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জ ন্য।