সত্যিই আপু আমরা একটি সময় পরিবার আত্মীয়স্বজন নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাতে ভালবাসতাম।আর বাসায় মেহমান আসলে তো কথাই নেই আনন্দের ও কোন সীমা নেই। এ কথাটি একদম ঠিক বলেছেন যত বেশি মানুষ তত বেশি কথা তত বেশি সমালোচনা। আজকাল মানুষ মানুষকে নিয়ে বাজে মন্তব্যটাই বেশি করে। কারণ কারোর ভালো কেউ দেখতে পারে না। আর এভাবেই সম্পর্কগুলো বিচ্ছিন্ন হচ্ছে।দূরত্ব বজায় রাখলে সম্পর্ক ভালো থাকে। যত কাছাকাছি আসা যায় তত দোষ গুলো খুঁজতে থাকে মানুষ। অনেক দারুন লিখেছেন ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।