তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ।ডাই পোস্ট -বাইস্কোপে আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগ5 months ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ। ৯ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডাই প্রজেক্ট। আমার বাংলা বাংলা ব্লগ এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজকের ডাই প্রজেক্টটি উপস্থাপন করবো।

b25.jpg

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে প্রতিদিন। ঢাকায় বৃষ্টি নেই। তাই ঢাকায় গরমের মাত্রা অনেক বেশী। দিন দিন বেড়েই চলছে গরমের মাত্রা।যদিও আবহাওয়া অফিস বলছে, ঢাকায় বৃষ্টিপাতের সম্ভবনা আছে। কিন্তু সে রকম ভারী বৃষ্টি নেই ঢাকায়। বাতাসে অতিরিক্ত আদ্রতার কারণে গরমটা অস্বস্তিকর। ঢাকায় একটা ঝুম বৃষ্টি দরকার।


ডাই প্রজেক্টির ভিডিও লিঙ্ক।

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আর তা হচ্ছে "আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ মূলক পোস্ট। তিন বছর পূর্তি হচ্ছে প্রিয় আমার বাংলা ব্লগের। সেই সাথে দুই বছর বাংলা ব্লগ এর সাথে আমার জার্নি। আগামী ২২ শে জুলাই দু'বছরের পথ চলা পুর্ণ হবে আমার বাংলা ব্লগের সাথে। বাইস্কোপ আমরা আনেকেই চিনি।আগে বাইস্কোপের বক্স মাথায় করে নিয়ে ফেরি করে বেড়াতো। শিশুদের বিভিন্ন কাহিনী শুনান হতো। আজ এই বাইস্কোপ কেবল বিভিন্ন মেলায় দেখা যায়। সুরে সুরে বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয় । আজ আমি বাইস্কোপের মাধ্যমে আমার বাংলা ব্লগের কিছুটা ধারনা দেয়ার চেস্টা করেছি।আমি ইউটিউব সম্পর্কে তেমন জানিনা বলে কণ্ঠ দিতে পারিনি। এডিটিং করতে পারিনি।একেবারে র ভিডিও আপলোড করেছি। জানি না কত টুকু পেরেছি। তবে চেস্টা করেছি। এবিষয়ে ভবিষ্যতে আরো উন্নতি করবো বলে আশা করছি। অনেক কিছুই বাদ দিতে হয়েছে আমার বাংলা ব্লগের কার্যক্রম। সবকিছু নিয়ে পোস্টটি তৈরি করলে অনেক বড় হয়ে যেতো ।তাই উল্লেখযোগ্য কিছু কার্য্যক্রম নিয়ে তৈরি করেছি। বাইস্কোপ ডাইটি তৈরি করতে আমি বেশ কিছু উপকরণ ব্যবহার করেছি। আর তা হলো রঙ্গিন কাগজ,বক্স, পোস্টার রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম বাইস্কোপে আমার বাংলা ব্লগ ডাইটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

b38.jpg

b17.jpg

b34.jpg

b41.jpg

১। বিভিন্ন রং এর কাগজ
২।পেন্সিল
৩।বিভিন্ন রং এর পোস্টার রং
৪।তুলি
৫।রাবার
৬।বক্স
৭।কাঠি
৮।ক্লে
৯।মাস্কিন টেপ
১০।গ্লু
১১।বিভিন্ন রং এর সাইন পেন
১২।বিভিন্ন রং এর জেল পেন
১৩।কাঁচি
১৪।পুরাতন টিসুর রোল

বাইস্কোপ তৈরির ধাপ সমূহ

ধাপ-১

b1.jpg

b2.jpg

প্রথমে ১৪ সেঃ X১৬সেঃ সাইজের এক টুকরো সাদা কাগজ কেটে নিয়েছি আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বানানো লোগো আঁকার জন্য। এরপর পেন্সিল দিয়ে লোগোটি এঁকে নিয়েছি।

ধাপ-২

b40.jpg

b37.jpg

এরপর সবুজ রং এর পোস্টার রং করে নিয়েছি। এবং লোগোর লিখাগুলো লিখে নিয়েছি।

ধাপ-৩

b4.jpg

b5.jpg

এবার এবিবি স্কুল বানানোর জন্য ১৪ সেঃ X১৬সেঃ সাইজের লাল রং এর কাগজ কেটে নিয়েছি। এবং হলুদ কাগজ আয়তক্ষেত্রের মতো করে কেটে নিয়েছি। এবং গোলাপী রং এর কাগজ ত্রিভুজ আকৃতির করে কেটে নিয়েছি ।

ধাপ-৪

b6.jpg

b7.jpg

এরপর কেটে নেয়া কাগজের টুকরো দু'টো ঘরের মতো করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং জানালা ,দরজা এঁকে নিয়েছি। সেই সাথে কিছু কথা লিখে নিয়েছি।

ধাপ-৫

b9.jpg

b8.jpg

১৪ সেঃ X১৬সেঃ সাইজের টিয়া রং এর কাগজ কেটে নিয়েছি। এবং লাল কাগজের উপর পেন্সিল দিয়ে পিন এঁকে নিয়েছি।

ধাপ-৬

b10.jpg

b11.jpg

b44.jpg

পেন্সিল এর দাগ অনুযায়ী পিনটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি ।এবং গাম দিয়ে টিয়া রং এর কাগজ উপর লাগিয়ে নিয়েছি। সেই সাথে কিছু কথা লিখে নিয়েছি।

ধাপ-৭

b12.jpg

b45.jpg

১৪ সেঃ X১৬সেঃ সাইজের হলুদ রং এর কাগজ কেটে নিয়েছি। তার উপর সাইন পেন দিয়ে একটি কম্পিউটার এঁকে নিয়েছি। এবং কিছু কথা লিখে নিয়েছি।

ধাপ-৮

b43.jpg

১৪ সেঃ X১৬সেঃ সাইজের টিয়া কাগজ কেটে নিয়েছি। তার উপর কম্পিউটার এঁকে নিয়েছি কালো রং এর সাইন পেন দিয়ে এর উপরও কিছু কথা লিখে নিয়েছি।

ধাপ-৯

b14.jpg

b39.jpg

১৪ সেঃ X১৬সেঃ সাইজের লাল রং এর কাগজ কেটে নিয়েছি। তার উপর লাজুক খ্যাঁক এর স্কেচ করে নিয়েছি পেন্সিল দিয়ে। পেন্সিল এর স্কেচ এর উপর সাদা ও ব্রাউন পোস্টার রং দিয়ে রং করে নিয়েছি। সেই সাথে কিছু কথা লিখে নিয়েছি।

ধাপ-১০

b15.jpg

১৪ সেঃ X১৬সেঃ সাইজের হলুদ রং এর কাগজের উপর একটি হাঁসির ইমোজি এঁকে নিয়েছি কালো ও লাল রং এর সাইন পেন দিয়ে। সেই সাথে কিছু কথা লিখে নিয়েছি।

ধাপ-১১

b41.jpg

এরপর একই সাইজের টিয়া রং এর কাগজের উপর বৃত্তের মধ্যে সাইন পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়েছি। সেই সাথে ফিচারড আর্টিকেল নিয়ে কিছু কথা লিখে নিয়েছি।

ধাপ-১২

b32.jpg

b31.jpg

এরপর তৈরি করা প্রতিটি কাগজ মাস্কিন টেপ দিয়ে একটির সাথে অন্যটি লাগিয়ে নিয়েছি।

ধাপ-১৩

b30.jpg

এরপর দু'টো কাঠির মধ্যে দু'প্রান্ত গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর কাঠির মধ্যে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-১৪

b36.jpg

b35.jpg

২৩ সেঃ X১৫সেঃ সাইজের একটি বক্স নিয়েছি বাইস্কোপের বক্স বানাতে। বক্সটি জানালার মতো করে কেটে নিয়েছি। এবং কালো রং এর কাগজ গ্লু দিয়ে কাটা জায়গাটির চারদিকে লাগিয়ে নিয়েছি।

ধাপ-১৫

b29.jpg

কাঠির মধ্যে প্যাচানো কাগজগুলো বক্স ছিদ্র করে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-১৬

b27.jpg

b25.jpg

বক্সটিকে সুন্দর করার জন্য ক্লে দিয়ে কিছু পাতা ও পাপড়ি বানিয়ে নিয়েছি। সেই পাতা ও পাপাড়ি দিয়ে কিছু ফুল,পাতা ও ডাল দিয়ে বক্সটি সাজিয়ে নিয়েছি।

ধাপ-১৭

b26.jpg

b20.jpg

এবার বাইস্কোপের স্ট্যান্ড বানানোর জন্য টিসুল রোল একই সাইজের দু'টুকর করে নিয়েছি ।এবং হলুদ কাগজ গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। টিসু রোল দু'টি গাম দিয়ে বক্সের নিয়ে লাগিয়ে দিয়েছি।

উপস্থাপন

b25.jpg

b24.jpg

b23.jpg

b22.jpg

b21.jpg

b19.jpg

b20.jpg

b18.jpg

আশাকরি, আমার বাংলা ব্লগ এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা প্রতিযোগিতায় আমার উপস্থাপিত বাইস্কোপে আমার বাংলা ব্লগ আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি বাইস্কোপে আমার বাংলা ব্লগ ডাইটি সুন্দরভাবে তৈরি করতে। আপনারাই ভালো বলতে পারবেন কতটুকু সফল হয়েছি। আমার আজকের উপস্থাপিত ডাইটি আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টডাই প্রজেক্ট
পোস্ট তৈরিselina75
ডিভাইসRedmi Note A5
তারিখ৯ই জুন। ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 5 months ago 

ছোটবেলায় বায়োস্কোপের কথা অনেক শুনেছি। কখনো বাস্তবে দেখিনি। তবে আপনার এই পোষ্টের মাধ্যমে সেই রকম একটি চিত্র দেখতে পেলাম আপু। আপনার আইডিয়াটা খুবই ভালো লেগেছে আমার। আপনি প্রতিযোগিতার জন্য দারুন একটি পোস্ট তৈরি করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 5 months ago 

এখন বিভিন্ন মেলায় দেখা বায়োস্কোপ। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 5 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি যে পোস্ট তৈরি করেছেন সেটার চিন্তাধারা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। কমিউনিটির সকল কার্যক্রম গুলো আপনি বায়োস্কোপের সাহায্যে দেখানোর চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 months ago 

আমি চেস্টা করেছি উল্লেখ যোগ্য কিছু কার্যক্রম তুলে ধরতে।ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আপু প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আপু আমি আপনার প্রতিভা দেখে মুগ্ধ। মাশাআল্লাহ এতো সুন্দর হয়েছে ইনশাআল্লাহ কিছু একটা হবেন। আমার বাংলা ব্লগ এর কোনো কিছু বাদ পরেনি দেখছি।অসম্ভব সুন্দর হয়েছে আপু। অনেক অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

আমার করা ডাই প্রজেক্টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 5 months ago 

আরে বাহ্ আপনি তো দেখছি অনেক সুন্দর করে বাইস্কোপে আমার বাংলা ব্লগকে তুলে ধরেছেন। এখানে আপনি সবকিছুকে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এটার চারপাশে ক্লে দিয়ে সুন্দরভাবে ডিজাইন করার কারণে আরো সুন্দর হয়েছে। এটা তৈরি করার আইডিয়াটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। বাইস্কোপের সাহায্যে আপনি এখানকার সকল কার্যক্রমকে দেখানোর চেষ্টা করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। প্রচুর সময় নিয়ে এটা করেছেন বলে মনে হচ্ছে।

 5 months ago 

আমার বাংলা ব্লগের অনেক কার্যক্রম থেকে কয়েকটি তুলে ধরার চেস্টা করেছি। ধন্যবাদ আপু।

 5 months ago 

আমার বাংলা ব্লগ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে বায়োস্কোপ তৈরি করেছেন। আর সেই বায়োস্কোপের মাধ্যমে আমার বাংলা ব্লগের সকল কার্যক্রম সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করা পাশে থাকার জন্য।

 5 months ago 

দারুন একটা জিনিস তৈরি করেছেন। তবে থিম টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বায়োস্কপে আমার বাংলা ব্লগ। সত্যিই অসাধারণ একটা জিনিস। অনেক সুন্দর ভাবে আপনি এটা তৈরি করেছেন। চারপাশের ডিজাইন গুলো খুবই ভালো লাগছে দেখতে। খুবই ভালো লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার আইডিয়াটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 5 months ago 

বাইস্কোপের মধ্যে আমার বাংলা ব্লগ কে তুলে ধরেছেন দেখে আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে। জাস্ট মনোমুগ্ধকর আপনার এই কাজটি। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি এই ধরনের ডাইগুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব ভালো লাগে। দুই পাশে ক্লে দিয়ে তৈরি করা ফুল গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সময়ের প্রয়োজন হয়েছিল নিশ্চয়ই এটা সম্পূর্ণ করতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 5 months ago 

ক্লে দিয়ে ডিজাইন করেছি যাতে দেখতে সুন্দর লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।