মাইগ্রেন এর সমস্যা যাদের আছে কেবল তারাই বুঝে এর কস্ট। কোন কাজ করাই যায় না যখন মাইগ্রেন পেইন শুরু হয়। আর সাথে যদি হয় বমি তবে তো দু থেকে তিনদিন বিছানাতেই থাকতে হয়। মাইগ্রেন,গ্যাস সমস্যা এতো কিছুর পর অতিথীদের ভালভাবে অপ্যায়ন করতে পেরেছেনেই সেটাই বড় বিষয়। আর ঢাকা শহরে দুষিত বায়ু, পানির সমস্যা ,যানজট, গ্যাস সমস্যা নিয়ে জীবনযাপন করতে হবে। সাথে যুক্ত হবে বিভিন্ন অসুখ। তবুও কাজ করতে হবে। আশাকরি আগামী বছর বেশ ভালভাবে কাজ করতে পারবেন।