শুভ বিবাহ বার্ষিকী, দাদা এবং বৌদি! আপনাদের সম্পর্ক যেন চিরকাল অটুট থাকে।
স্বরচিত কবিতা
সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।
আমাদের সকলের প্রিয় "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রিয় দাদা এবং তনুজা বৌদির আজ শুভ বিবাহ বার্ষিকী, এই বিশেষ দিনে তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে একটি কবিতা উপস্থাপন করছি। আশা করছি সবারই ভালো লাগবে।
🌹কবিতাটি দাদা এবং বৌদির জন্য 🌹
আজকের দিনটি আমাদের সকলের জন্য এক বিশেষ দিন, কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রিয় দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনে, আমি নিজের অনুভূতিগুলি শেয়ার করতে চাই। তাঁদের সম্পর্কের সৌন্দর্য, শক্তি, এবং একে অপরের প্রতি যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে, তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।
দাদা এবং বৌদি, আপনারা একে অপরের জীবনে শুধুমাত্র সঙ্গীই নন, বরং একে অপরের শক্তি, সমর্থন এবং সুখের উৎস। আমি দেখতে পাই, জীবনের প্রতিটি মুহূর্তে আপনারা দুজনেই একে অপরকে যত্ন ও ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন। আপনারা একে অপরের প্রতি যে নিঃস্বার্থ ত্যাগ এবং সহযোগিতা দেখিয়েছেন, তা শুধু আপনার সম্পর্ককেই নয়, আমাদের সকলের জন্য এক মহান শিক্ষা।
আজকের এই দিনটি আমাকে মনে করিয়ে দেয় যে, ভালোবাসা শুধুমাত্র অনুভূতি নয়, এটি একটি সম্পর্কের শক্তি এবং একটি জীবনযাত্রা। আপনারা যে একে অপরকে নিয়ে এমন সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন, তা আমাদের সবার জন্য এক আদর্শ।
শুভ বিবাহ বার্ষিকী, দাদা এবং বৌদি। আপনাদের সম্পর্ক যেন চিরকাল এমন ভালোবাসা, সুখ এবং শান্তিতে পূর্ণ থাকে। আমি প্রার্থনা করি, আপনারা যেন আরও বহু বছর একসাথে, সুখী এবং সুস্থ জীবন করতে পারেন।
আজকের দিনটি যেন এক
সুগন্ধি ফুলের মতো,
যা সময়ের সাথে আরো গেঁথে
থাকে হৃদয়ের গহীনে।
দাদা এবং বৌদির ভালোবাসা,
তাঁদের একে অপরের প্রতি শ্রদ্ধা ও
বন্ধুত্বের সম্পর্ক, এই
জীবনের পথচলায় এক অনন্য আদর্শ।
কত যে স্মৃতি জমে উঠেছে
এই কয়েক বছরের মধুর যাত্রায়,
সেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
বিবাহের প্রথম দিন থেকে আজ পর্যন্ত,
তাঁরা একে অপরের পাশে দাঁড়িয়ে
সব বাধা কাটিয়ে উঠে এসেছেন।
ভালোবাসার যে শক্তি তাঁদের
জীবনের পথকে আলোকিত করে,
তা যেন আজও একই রকম ঝলমলে।
একে অপরের জন্য নিঃস্বার্থ ত্যাগ,
সমর্থন, হাসি ও ভালোবাসা,
সব কিছুই তাঁরা একে অপরকে দিয়েছেন।
তাঁদের সম্পর্কের এই মাধুর্য যেন
আমাদের সকলের জন্য অনন্য অনুপ্রেরণা।
আজকের এই বিশেষ দিনে,
আমরা প্রার্থনা করি তাঁদের জীবন যেন
এমনই সুখ, শান্তি, ও ভালোবাসায় পূর্ণ থাকে,
যেমনটি আজ পর্যন্ত ছিল।
বিবাহের এই বছরগুলো যেন
জীবনের শেষ দিন পর্যন্ত শক্তিশালী
সুন্দর, ও আলোকিত হয়ে থাকে,
এবং তাঁদের সম্পর্ক আরও গভীর ও বিশাল হয়।
শুভ বিবাহ বার্ষিকী, দাদা এবং বৌদি!
আপনাদের সম্পর্ক যেন চিরকাল অটুট থাকে।
বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...
আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।
বিষয়: ক্রিয়েটিভ রাইটিং
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা বৌদির এমন বিশেষ দিনে দারুণ একটি কবিতা লিখে শুভেচ্ছা জানিয়েছেন আপু। দাদা বৌদি একসাথে খুব ভালো থাকুক, সেটা আমাদের সকলের ই কাম্য।
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ প্রিয় আপু।