আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা "এবিবি স্বপ্নের রিসোর্ট"||~

in আমার বাংলা ব্লগ28 days ago (edited)
আসসালামু আলাইকুম/আদাব
সকলকে আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগাম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।💕

1000012154.jpg


☆꧁:: DIY প্রোজেক্ট- এবিবি স্বপ্নের রিসোর্ট::. ꧂

DIY প্রোজেক্ট- এবিবি রিসোর্ট

1000012155.jpg

বন্ধুরা
আমার বাংলা ব্লগ এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আমাদের সকলের আবেগের জায়গা হচ্ছে আমার বাংলা ব্লগ। সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হৃদয় জুড়ে আছে আমার বাংলা ব্লগের অনুভূতি। আর পরিবারের সকল সদস্যদের মাঝে গভীর ভালোবাসা নিহিত হয়েছে। এবং ভার্চুয়ালি সম্পর্কটা আরো বেশি মজবুত আরো বেশি গাড় হয়েছে আমাদের একে অপরের সাথে। এর জন্য সর্বপ্রথম আমাদের সকলের প্রিয় @rme দাদাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এত চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। তো বন্ধুরা আমার আজকের এই প্রতিযোগিতার অংশগ্রহণ এর বিষয়বস্তু হচ্ছে "এবিবি রিসোর্ট"। আমি খুব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসতাম আমার একটি রিসোর্ট হবে। যেখানে অসংখ্য মানুষ আনন্দে মেতে উঠবে বিনোদন করবে। আমার সেই স্বপ্ন থেকেই এই আইডিয়াটি এসেছে এবিবি রিসোর্ট তৈরি করার। তো বন্ধুরা রিসোর্ট টি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি।

প্রয়োজনীয় উপকরন

1000012009.jpg

1000012061.jpg

1000012060.jpg


  • জল রং
  • কাটার
  • কার্ডবোর্ড
  • বিভিন্ন রঙের ক্লে
  • রঙিন কাগজ
  • আঠা
  • গ্লু গান
  • এন্টিকাটার
  • স্কেল
  • কাচি
  • কাঠি

siam 2.png

১ম ধাপ
প্রথমে কার্ডবোর্ডটি পরিমাপ মত কেটে নিলাম। সুইমিং পুল বানানোর জন্য নীল রংয়ের একটি কাগজ কেটে নিলাম গোল করে। সেই সাথে একটি গোল রিং কেটে নিলাম।

1000012011.jpg

1000012015.jpg

দ্বিতীয় ধাপ
এবার আঠা দিয়ে কার্ড বোডে সুইমিং পুলের কাগজ গুলো লাগিয়ে নিলাম। এবং প্রয়োজনীয় কার্ড বোর্ড গুলো কেটে নিলাম।

1000012017.jpg

1000012026.jpg

1000012020.jpg

1000012021.jpg

siam 2.png

তৃতীয় ধাপ
প্রয়োজনীয় কাগজগুলো কেটে কেটে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছে ঠিক এভাবে।

1000012027.jpg

1000012034.jpg

1000012032.jpg

1000012031.jpg

siam 2.png

চতুর্থ ধাপ
এবার রুমের ছাউনিগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এবং সাদা কাগজগুলো ছোট ছোট করে কেটে নিলাম দরজা জানালার জন্য। এবং সেগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

1000012033.jpg

1000012037.jpg

1000012043.jpg

1000012039.jpg

siam 2.png

পঞ্চম ধাপ
দরজা জানালা গুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম।এবং ছোট ছোট করে সিঁড়ি কেটে সেগুলো লাগিয়ে রং করে নিলাম। আমি এখানে লাল এবং সবুজের সমরহ করতে চেয়েছি। সেভাবেই রং করার চেষ্টা করলাম।

1000012054.jpg

1000012055.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ
এবার ক্লে এবং কাগজ দিয়ে ছোট ছোট ফুলের গাছ বানিয়ে লাগিয়ে দিলাম।

1000012063.jpg

1000012112.jpg

siam 2.png

সপ্তম ধাপ
এবার একটি কাগজের মধ্যে এবিবি রিসোর্ট লিখে সেটা আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আর এর সাথে সাথেই তৈরি হয়ে গেল আজকের এবিবি স্বপ্নের রিসোর্ট।

1000012127.jpg

1000012140.jpg

1000012148.jpg

1000012146.jpg

siam 2.png

ফাইনাল আউটপুট
এবার স্বপ্নের এবিবি রিসোর্ট এর ফাইনাল লুকের কিছু ছবি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

1000012154.jpg

1000012126.jpg

1000012155.jpg

1000012131.jpg

1000012068.jpg

1000012067.jpg

1000012065.jpg

1000012157.jpg


siam 2.png

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা "এবিবি স্বপ্নের রিসোর্ট"||~

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এ

Sort:  
 27 days ago 

আমার বাংলা ব্লগ এর খুবই সুন্দর একটা রিসোর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। হাতের কাজে আবদুল দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব থেকে বেশি ধন্যবাদ জানাতে চাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 26 days ago 

আমার ডাই প্রজেক্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার নিজেরও অনেক ভালো লাগছে।শুভকামনা আপনার জন্য,আমাকে উৎসাহ দেয়ার জন্য💕

Upvoted! Thank you for supporting witness @jswit.

 28 days ago 

প্রথমেই আপনাকে আমার বাংলা ব্লগে তৃতীয় বর্ষপূর্তির শুভেচ্ছা জানাই। যেহেতু আমরা এই পরিবারের একজন তাই বিশেষ একটা আনন্দ কাজ করছে এই দিনটিকে ঘিরে। আপনি খুব চমৎকার একটি ডাই প্রজেক্ট উপহার দিয়েছেন যা সত্যি ইউনিক ছিল। এ ধরনের ডাইপ্রজেক্ট নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অনেক ধন্যবাদ আপু চমৎকার ডাই প্রজেক্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 26 days ago 

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য,,আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।🙏

 26 days ago 

ভালো থাকুন সবসময় এই কামনা করি। ❤️

 27 days ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার কাছে আপনার তৈরি এবিবি স্বপ্নের রিসোর্ট দেখতে অসাধারণ লাগছে।আসলে ডাই প্রজেক্টগুলো তৈরি করতে অনেক সময় লাগে আর দেখেই বুঝতে পারছি অনেক সময় ধরে আপনি এই ডাই প্রজেক্টটি তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 26 days ago 

একদম ঠিক বলেছেন আপু এই ধরনের প্রজেক্ট গুলো করতে অনেক সময় লাগে অনেক শ্রম দিতে হয়। সেই সাথে অনেক ধৈর্যেরও দরকার হয়। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ডাই প্রজেক্ট। 👌

প্রথমে আপনাকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম,তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা "এবিবি স্বপ্নের রিসোর্ট টি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, প্রতিটি ধাপ আপনি বেশ দক্ষতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহারস্বরূপ শেয়ার করার জন্য।

 26 days ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য💕

 28 days ago 

আপু তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য বেশ চমৎকার ডাই তৈরি করেছেন। আপনার ছোটবেলার স্বপ্ন বাস্তবে পূরণ করতে না পারলে, এই প্লাটফর্মের বর্ষপূর্তির অনুষ্ঠানের জন্য পূরণ করতে পেরে নিশ্চয়ই খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আপনার সেই স্বপ্ন একটু হলেও পূরণ হয়েছে। আমার কাছে আপনার তৈরি এবিবি স্বপ্নের রিসোর্ট অনেক ভালো লেগেছে। এই ডাই তৈরি করতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছিল। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 26 days ago 

এটা একদম মনের কথা বলেছেন আপু। আমার অন্যতম একটি স্বপ্ন নাম রিসোর্ট। আর তাই তো বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রতিযোগিতায় এই রিসোর্ট তৈরি করলাম। হয়তো আজকের স্বপ্ন আগামী দিনের বাস্তবতায় রূপ নিতে পারে। ধন্যবাদ আপনাকে।💕

 27 days ago 

এবিবি স্বপ্নের রিসোর্ট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। স্বপ্নের রিসোর্টটা স্বপ্নের মতই হয়েছে। অসাধারণ একটা ডাই পোস্ট দেখতে পেলাম।

 26 days ago 

স্বপ্নের রিসোর্টটি স্বপ্নের মতোই করতে চেয়েছিলাম কিন্তু ততটা সুন্দর করতে পারি নাই। ঠিক স্বপ্নের মত করে। 💕

 27 days ago 

এরকমই একটা রিসোর্টে যদি আমরা থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আসলে আমাদের স্বপ্নের কিছু জিনিস রয়েছে। যেগুলো আমরা চাই পূরণ করার জন্য। আপনি আজকে নিজের দক্ষতা কাজে লাগিয়ে এত সুন্দর করে একটা রিসোর্ট তৈরি করেছেন যেটা দেখতে খুব সুন্দর লেগেছে। আপনি আপনার স্বপ্নের রিসোর্ট টা অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন কার্ডবোর্ড দিয়ে। কালারটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এবিবি রিসোর্ট টা একেবারে মনোমুগ্ধকর লাগতেছে। দক্ষতার সাথে পুরোটা সম্পূর্ণ করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 26 days ago (edited)

মনোমুগ্ধকর করে এবিপি রিসোর্ট টা তৈরি করার চেষ্টা করেছি আপু। যদিও ততটা সুন্দর করতে পারি নাই। মনের মত করে,তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে, খুশি হলাম। 💕

 27 days ago 

আপনি খুবই সুন্দর করে আমার বাংলা ব্লক কমিটির একটি রিসোর্ট তৈরি করেছেন। আশা করি কোন একদিন আমাদের এই স্বপ্নের রেজাল্টটি তৈরি হয়ে যাবে, এই আশায় ব্যক্ত করছি। আপনি বেশ কয়েকটি যন্ত্রপাতি ব্যবহার করে এরকম সুন্দর একটি রিসোর্ট তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে আপনার তৈরি করা রিসোর্ট টি। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 26 days ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি বানানটা একটু দেখে নেবেন প্লিজ। 🙏 ভয়েস রাইটিং করতে গেলে আমারও এরকম অসংখ্য ভুল হয়। চমৎকার মন্তব্য করে সাথে থাকার জন্য ধন্যবাদ। 💕

 27 days ago 

আপু আপনার প্রতিভা যতই দেখছি ততই ভালো লাগছে। আপনি এত সুন্দর করে এই পোস্ট তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি। আশা করছি প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করবেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 26 days ago 

আপু আপনি অনেক ভালো মনের জন্য, আমার প্রতিভা গুলোকে দেখতে পেরেছেন। কিন্তু আপনি নিজেও অনেক বেশি প্রতিভাবান। মাঝে মাঝে আফসোস করি আপনার মত এরকম চিত্রাংকন কেন করতে পারি না। যাইহোক আপু গঠনমূলক মন্তব্য করে আমাকে অনেক বেশি উৎস অনুপ্রেরণা দেয়ার জন্য,অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য💕