💞স্নিগ্ধ সকালে বৃষ্টি ফোটার সৌন্দর্য💞 "প্রবন্ধ" ||~~


আসসালামু আলাইকুম/আদাব

💞স্নিগ্ধ সকালে বৃষ্টি ফোটার সৌন্দর্য💞


1000014684.jpg


বন্ধুরা সকলকে কাব্যিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি


বন্ধুরা আজ সকাল থেকেই ঝির ঝির বৃষ্টি পড়ছে আর আমি কখনো বেডরুমের জানালা দিয়ে উপভোগ করছি। কখনো বা করিডোরে দাঁড়িয়ে, স্মৃতির সাগরে ডুবে যাচ্ছি। আর সেই ডুব থেকে উঠে এসে আজকে একটি প্রবন্ধ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি প্রবন্ধটি আপনাদের মন কেও ভিজিয়ে দেবে। আর প্রবন্ধটির নামকরণ করলাম---

স্নিগ্ধ সকালে বৃষ্টি ফোটার সৌন্দর্যে ||"প্রবন্ধ" ||~~

বৃষ্টিস্নাত সকাল সবসময়ই এক বিশেষ অনুভূতি নিয়ে আসে। যেন প্রকৃতি তার আপন সৌন্দর্যে নতুন রূপ ধারণ করেছে। এমন সকালে চারপাশের সবকিছুই মনে হয় যেন নবজাগরণ লাভ করেছে।
বৃষ্টি শুরু হলে প্রথমেই মাটির সোঁদা গন্ধ মনকে আপ্লুত করে। সেই গন্ধে মিশে থাকে এক অদ্ভুত মোহনীয়তা, যা আমাদের শৈশবের স্মৃতিগুলোকে ফিরিয়ে আনে। ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালে দেখা যায়, গাছের পাতা ও ফুলগুলো বৃষ্টির জল কণা ঝরছে। যেন তারা তাদের ক্লান্তি ঝরিয়ে নবজীবন পেয়েছে।

বৃষ্টির শব্দ এক ধরনের মৃদু সংগীতের মতো। সেই ছন্দে মন উদাসীন হয়। প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততা থেকে মুক্তি পেতে এমন একটি সকাল অনেক আনন্দ এনে দেয়। কফির কাপ হাতে নিয়ে বারান্দায় বসে থাকা, বৃষ্টির ফোঁটার সাথে প্রকৃতির কথা বলা—এই অনুভূতিগুলোই জীবনকে সুন্দর করে তোলে।

বৃষ্টিস্নাত সকালে রাস্তা, মাঠ, ঘরবাড়ি, সবকিছুই যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। শহরের কোলাহলও কমে যায়, সবকিছু যেন এক ধরনের নিস্তব্ধতায় ঢেকে যায়। এ সময়টায় আমরা নিজেকে প্রকৃতির অংশ হিসেবে অনুভব করি, প্রকৃতির সাথে একাত্ম হতে পারি।

বৃষ্টিস্নাত সকাল কেবল প্রকৃতির সৌন্দর্যই নয়, আমাদের মনের আবেগকেও উজ্জীবিত করে। কর্মব্যস্ত জীবনে মাঝে মাঝে এমন সকাল একান্ত প্রয়োজন, যা আমাদের নতুন উদ্যমে কাজ শুরু করার শক্তি যোগায়। বৃষ্টির ফোঁটার মধ্যে লুকিয়ে থাকা এই সৌন্দর্যই আমাদের জীবনকে আরও রঙিন করে তোলে।


বৃষ্টি ফোটার সৌন্দর্য প্রকৃতির এক অতুলনীয় দৃশ্য। প্রতিটি বৃষ্টি ফোটা যেন একটি আলাদা গল্প বলে। মেঘের কান্না হয়ে যখন প্রথম ফোটা মাটিতে পড়ে, তখন তার সাথে মিশে থাকে এক অপার শান্তি।

1000014594.jpg

বৃষ্টির ফোটা পাতার উপর পড়লে যে শব্দ তৈরি হয়, তা এক ধরনের সংগীতের মতো। গাছের পাতা থেকে যখন ফোটা ফোটা জল নিচে পড়ে, তখন মনে হয় যেন প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলছে। ফোটার সেই মৃদু শব্দ মনকে প্রশান্তি দেয়, এক ধরনের অব্যক্ত সুখের অনুভূতি আনে।

ফোটার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে যখন সূর্যের আলো সেই ফোটার উপর পড়ে। প্রতিটি ফোটা যেন এক একটি ছোট্ট প্রিজম, যা আলোর রঙিন বিকিরণ তৈরি করে। সেই রঙিন ঝলকানি আমাদের মনকে মোহিত করে। যেন প্রকৃতি নিজেই আমাদের সামনে এক রঙিন ক্যানভাস তৈরি করেছে।

বৃষ্টির ফোটায় জলের স্বচ্ছতা আর আলো-ছায়ার খেলা আমাদের চোখের সামনে যে সৌন্দর্য সৃষ্টি করে, তা সত্যিই অভূতপূর্ব। এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমরা যেন হারিয়ে যাই প্রকৃতির বিশালতায়। ফোটার মধ্যে লুকিয়ে থাকা এই সৌন্দর্য আমাদের মনে এক ধরনের আবেগ সৃষ্টি করে, যা আমাদের প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যায়।

বৃষ্টির ফোটা শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, আমাদের জীবনেও নতুন সম্ভাবনা ও সৃষ্টির বার্তা নিয়ে আসে। প্রতিটি ফোটার মধ্যে আমরা খুঁজে পাই জীবনের নবজাগরণের প্রতিচ্ছবি। তাই বৃষ্টির ফোটার সৌন্দর্য প্রকৃতির এক অপার বিস্ময়, যা আমাদের মনকে সিক্ত করে, আমাদের জীবনকে সার্থক করে।

1000014675.jpg



photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ক্রিয়েটিভ রাইটিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 3 days ago 

বৃষ্টি নিয়ে লেখা বললে প্রথমেই একটা চলতি কথা মাথায় আসে, যা কবি সাহিত্যিকদের মধ্যে বহুল প্রচলিত। 'আষাঢ়শ্য প্রথম দিবস'। তোমার লেখা পড়ে আমার সেই কথাটাই মনে হল৷

এতোকাল প্রবন্ধ বলতে ভারী ভারী তথ্য সমৃদ্ধ কথা পড়ে এসেছি। তোমার লেখার সহজিয়ায় যে অনুভূতির প্রকাশ ঘটেছে এবং তোমার দৃষ্টির সাহিত্য ধরা পড়েছে তা অত্যন্ত প্রশংসনীয়৷

ভালো লাগা জানিয়ে গেলাম সোনা আপু।

 3 days ago 

আমি সব সময় সহজ সুন্দর ও সাবলীল ভাষায় লিখতে খুব পছন্দ করি। খুব বেশি ভারী শব্দ ব্যবহার কম করি। কারণ ভারী শব্দগুলো সাধারণ মানুষ গুলো খুব কম বোঝেন। আর আমার লেখাগুলো সর্বস্তরের মানুষের জন্য।তোমার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। এমনি করেই শুভকামনা হয়ে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।প্রিয় বন্ধু 💞

 2 days ago 

বাহ আপু কী সুন্দর লিখলেন। সত্যি একেবারে অনূভুতি টা পুরোপুরি প্রকাশ পেয়েছে আপনার পোস্টে। বৃষ্টির সকালে শরীরের মধ্যে আলাদা একটা শিহরণ হয় আলাদা একটা অনূভুতির সৃষ্টি হয়। পরিবেশ টাই যেন উৎফুল্ল হয়ে উঠে। খুবই সুন্দর লিখেছেন আপু। বৃষ্টির ফোটা পৃথিবীতে একটা সজীবতা নিয়ে আসে।

 2 days ago 

গতকাল বৃষ্টিভেজা সকালে এই উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে বৃষ্টি ভেজা দিনগুলি অন্যরকম একটা মুহূর্ত তৈরি করে। আর বৃষ্টির ফোঁটা গুলো হৃদয় যেমন সজীবতা আনে তেমনি আনে স্নিগ্ধতা। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ💞