স্বরচিত কবিতার নাম "হ্যাংআউট পার্টি নং-৮" || সেলিনা সাথী
সেলিনা সাথী
আট নম্বার হ্যাংআউটে
ছিল অনেক মজা
শুভ ভাইয়ের সঞ্চালনায়
সবি তরতাজা।
বাংলা ভাষায় লিখতে পারে
যেখানে যারা আছে
কান দিবোনা তাদের কথা
বলছে যারা পাছে।
আরিফ ভাইয়ের অভিমত
অতি চমৎকার
@Winkles দাদার অনুভুতি
ছিল ভীষন দরকার।
রাজিব ভাইয়ের গানের সাথে
লিমন ভাইয়ের গান
জুড়িয়ে দিল হ্যাংআইটে
সবার মন ও প্রাণ।
আলোচনা, প্রশ্ন উত্তর
ঠিকঠাকি ই হলো
কোয়ালিটি পোষ্ট করতে
মনের তালা খোল।
কারা হলো বিজয়ী এবার
চলুন দেখে আসি
গ্রীন, রুপক, সিমারয়
রয় সজিব সেলিনা সাথী
শুভেচ্ছা তাদের রাশি রাশি।
মিস করেছি ডি জে সুমন
শুনিনি তার কথা,
হাফিজুল্লাহ্ ভাই ঘুচিয়ে দিল
সেই ব্যকুলতা।
@rem দাদার উদারতায়
"এসো নিজে করি,
শতভাগ সাপোর্ট দেবে
প্রত্যাশা দেয় ছুঁড়ি।
আমার বাংলা ব্লগ এ আছে
মায়ের প্রতিচ্ছবি
দাদার চোখে মুখে যেন
সদ্য উঠা রবি।
এই কমিউনিটিকে এগিয়ে নিতে
করতে হবে কাজ,
মাতৃ ভাষা বাংলার মাথায়
পড়াতে হবে তাজ।
হ্যাংআউট ফিরে আসছে আবার
আগামী বৃহস্পতিবার
নবরুপে আসবে সবাই
কথা হবে আবার।
সাথে থাকবে কবি আপুর
মজার কবিতা
টিপ দেবেন দাদা মোদের
খেতে- কফি চা।
আজকে তবে নিলাম বিদায়
গুড বাই টা টা।♥♥
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
Cc:
অসাধারণ কবিতা।শুভকামনা আপু।
ধন্যবাদ আপু মনি। শুভ কামনা।
আপু আপনার সব কবিতা অসাধারণ হয় শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা
আপনার শব্দভাণ্ডার যে কতটা সমৃদ্ধ সেটা আপনার কবিতা দেখলেই বুঝা যায়। এত কম সময় এত সুন্দর ভাবে হ্যাংআউট এর বর্ণনা দিলেন কবিতায়, অসাধারণ হয়েছে । অনেক অনেক শুভকামনা আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।
অনবদ্য ।খুব ভালো হয়েছে কবিতাটি।
অশেষ ধন্যবাদ। শুভ কামনা।
দুর্দান্ত ।দারুন হয়েছে কবিতা টি
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা।