একজন কবির অনন্য সফলতার এক খন্ড গল্প মেলে ধরছি💞


আসসালামু আলাইকুম/আদাব

💞একজন কবির সফলতার গল্প মেলে ধরছি💞


1000014445.jpg


বন্ধুরা সকলকে কাব্যিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি

একজন কবির অনন্য সফলতার গল্প মেলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা আজ আমার বাংলা ব্লগ পরিবারের একজন কবি ও বাচিক শিল্পীর একখণ্ড সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারা তাকে খুব ভালো করেই চেনেন। তবে ব্যক্তিগতভাবে আমি আজকে তৃতীয় পক্ষ হয়ে, কবির অব্যক্ত সফলতার কিছু অনুভূতি শেয়ার করছি।


1000014235.jpg

একজন কবি ও বাচিক শিল্পি সেলিনা সাথী । নীলফামারী নামক ছোট্ট একটি জেলা শহরে বসবাস করতেন। তাঁর জীবনের সবচেয়ে বড় শখ ও বড় আনন্দ ছিল কবিতা লেখা। ছোটবেলা থেকেই তিনি কবিতার প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন। এবং প্রতিদিন কিছু না কিছু লিখতেন। তাঁর কবিতাগুলোতে ছিল জীবনের গভীরতম অনুভূতি, প্রেম, প্রকৃতি এবং সমাজের নানা রকম অসঙ্গতি।

করোনা কালীন সময়ে একদিন তিনি ঠিক করলেন তাঁর কবিতাগুলো ব্লক চেইন বেইজড স্টিমিট প্ল্যাটফর্ম এর মাতৃভাষার একটি কমিউনিটি যার নাম হচ্ছে আমার বাংলা ব্লগ। সেখানে তিনি ব্লগ আকারে শেয়ার করবেন।

আমার বাংলা ব্লগ কমিউনিটি খুঁজে পেয়ে তিনি আনন্দে মুখরিত হয়ে উঠেছিলেন। কারণ এই কমিউনিটিতে তিনি তার মায়ের ভাষায় ব্লগ লিখতে পারবেন। সেই দিন থেকে সেই ব্লগের সাথে দিনের শুরু থেকে রাতের ঘুমানোর আগে পযন্ত সময় কাটাতেন মহানন্দে । সেই থেকে "আমার বাংলা ব্লগ" যেন তার কাছে বেশ প্রেমময় হয়ে উঠছিলো । ব্লগে কবিতা লিখে যখন, ছোট ছোট সেন্টের ভোট পেতেন, তাতেই তিনি মহা খুশি ছিলেন।

প্রথমে সেই কমিউনিটিতে হাতেগোনা কয়েকজন ব্লগার ছিলেন। সেই সময় তার ব্লগটি খুব কম মানুষ পড়তেন, । এবং খুব কম মানুষ লিখতেন। বলছি ২০২১ সালের কথা। যখন এই কমিউনিটির সম্মানিত প্রতিষ্ঠাতা -(ফাউন্ডার)@rme দাদা এই কমিউনিটিটা প্রতিষ্ঠা করেছিলেন।কিন্তু ধীরে ধীরে তাঁর কবিতার গভীরতা এবং মানসিকতা মানুষকে আকৃষ্ট করতে শুরু করল। তার অন্ত মিলের কবিতা গুলো কমিউনিটির প্রায় সবার কাছেই যথাযথ মর্যাদা পেল। সকলের কাছে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠতে লাগলো। এবং তার লেখা সহজ সরল মাধুর্যপূর্ণ ছন্দের কবিতা গুলো সবার মন কে আকৃষ্ট করল। কমিউনিটির অনেকেই ভালোবেসে কেউ কবি আপু,কেউ কবিতা,আপু,কেউ ছন্দ রানী কিংবা ছন্দ আপু বলে ডাকতো।

তাঁর ব্লগটি ক্রমেই জনপ্রিয় হতে লাগল এবং তিনি একটি ছোট্ট সম্প্রদায় তৈরি করতে সক্ষম হলেন।যেখানে মানুষ তাঁর কবিতাগুলো পড়ত এবং নিজেদের অনুভূতি প্রকাশ করত। দেখতে দেখতে যখন দুই বছর পূর্ণ হল আমার বাংলা ব্লগের, তখন দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তিনি খুবই চমৎকার একটি থিম সং লিখেন। তার মেধা ও ভালোবাসা দিয়ে। এরপর অর্থ দিয়ে সেই গানটি ভালো শিল্পীকে দিয়ে গাওয়ালেন এবং কমিউনিটিকে উপহার দিলেন। কমিউনিটির সম্মানিত ফাউন্ডার,সম্মানিত এডমিন,এবং সম্মানিত মডারেটরগণ এবং কমিউনিটির প্রাণ ইউজারবৃন্দ সকলেই সেই থিম সংটি সমর্থন করলেন এবং গ্রহণ করলেন যথাযথ মর্যাদায়।

কমিউনিটি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ষের সেরা উপহার কবিতায় তিনি মনোনীত হয়েছিলেন।
এবং অর্জন করেছিলেন। আর সেজন্য তিনি আমার বাংলা ব্লগের প্রতি কৃতজ্ঞ।

তিন বছর পর, আবার যখন "আমার বাংলা ব্লগ" এর তৃতীয় বর্ষপূর্তির উদযাপন হল। এই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে থিম সংটি আবার তিনি লেখেন। এবং দুজন স্বনামধন্য কণ্ঠশিল্পীদের দিয়ে কভার করেছিলেন।
নতুন এই থিম সং টিও সবার মনে জায়গা করে নেয়।
তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৪। আমার বাংলা ব্লগের কর্তৃপক্ষ আবারো কবিতায় বর্ষসেরা অ্যাওয়ার্ডে তাকে নির্বাচিত করা হয়। এবং কমিউনিটির সিদ্ধান্ত চমৎকার মগ তৈরি করলেন, যার সামনে ছিল ব্লগের লোগো এবং পেছনে ছিল একটি স্বীকৃতি লেখা: "Best Entertainer - Poem" এবং তাঁর নাম "@selinasathi1"।

সেলিনা যখন সেই মগটি হাতে পেলেন, তাঁর চোখে জল চলে এলো। এই ছোট্ট উপহারটি তাঁর জন্য বিশাল অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াল। তিনি বুঝতে পারলেন, তাঁর কবিতাগুলো শুধু তাঁর নিজের জন্য নয়, বরং অনেক মানুষের হৃদয় স্পর্শ করেছে। এই স্বীকৃতি তাঁকে নতুন উদ্যমে আরও ভালো কিছু করার শক্তি দিল।

তিনি জানতেন, পথটি সহজ ছিল না, কিন্তু তাঁর ভালবাসা এবং অনুপ্রেরণা তাঁকে এই পর্যায়ে নিয়ে এসেছে। সেই মগটি তাঁর জন্য শুধু একটি উপহার নয়, বরং তাঁর কাব্যিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে রয়ে গেল। তিনি প্রতিদিন সেই মগে চা খেয়ে নতুন কবিতার কথা ভাবতে লাগলেন এবং জানলেন, তাঁর সামনের দিনগুলো আরও সুন্দর ও সফল হবে।

1000014445.jpg

সেলিনা সাথী বুঝতে পারলেন, এই মগটি তাঁর জন্য একটি ছোট্ট উপহার হলেও, এর পেছনে লুকিয়ে আছে তাঁর কবিতার প্রতি মানুষের ভালোবাসা এবং সম্মান। এই মগটি তাঁকে প্রতিদিন অনুপ্রেরণা যোগাতে লাগল, যেন প্রতিটি কবিতার শব্দে তিনি নতুন জীবন খুঁজে পান।

তাঁর কবিতার মাধ্যমে সেলিনা সাথী অনেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি তাঁর পাঠকদের থেকে অনেক ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন। তাঁর কবিতা শুধু কবিতা নয়, বরং অনেক মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সেলিনা সাথী প্রতিদিন সেই মগটি দেখে নতুন কবিতা লেখার অনুপ্রেরণা পেতেন এবং জানতেন যে, তাঁর এই যাত্রা শুধুমাত্র শুরু, সামনে আরো অনেক মাইলফলক এবং সফলতা অপেক্ষা করছে।

এভাবেই, সেলিনা সাথী তাঁর কবিতার মাধ্যমে একটি ছোট্ট শহর থেকে বিশাল একটি সম্প্রদায় গড়ে তুলেছিলেন। এখন তার লেখা কবিতা হাজারো পাঠক হৃদয়ে সমাদৃত। আমার বাংলা ব্লগের দেয়া সেই মগটি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।এবং তাঁকে প্রতিদিন মনে করিয়ে দেবে যে, তাঁর কবিতার জগৎ কতটা বিস্তৃত এবং সুন্দর।

কবি সেলিনা সাথী বর্ষসেরা অ্যাওয়ার্ড পাওয়ার পর তার অনুভূতি নিঃসন্দেহে অসাধারণ। তিনি হয়তো মনে করছেন যে তার কঠোর পরিশ্রম এবং সৃজনশীল প্রচেষ্টা স্বীকৃতি পেয়েছে। যা তাকে আরও অনুপ্রাণিত করবে। এই স্বীকৃতি তাকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে। তিনি হয়তো ভাবছেন, তার কবিতার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে যে সাড়া তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

সেলিনা সাথী সকল শুভানুধ্যায়ী, সহকর্মী এবং আমার বাংলা ব্লগ পরিবারকে অশেষ ধন্যবাদ জানালেন। যারা তার পাশে থেকেছেন এবং তাকে সমর্থন করেছেন। এই মুহূর্তটি তার জীবনে একটি মাইলফলক হয়ে থাকবে। এবং তিনি আশা রাখেন যে ভবিষ্যতেও তার সাহিত্যিক যাত্রা আরো সাফল্যমন্ডিত হবে। এই পুরস্কার তার কাছে শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং তার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সম্মান এবং তার সাহিত্যকর্মের জন্য একটি বড় ধরনের স্বীকৃতি।

এটি তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলছে। এবং তিনি নতুন নতুন সৃষ্টিশীল কাজ নিয়ে আসতে চেষ্টা করছেন।যা পাঠকদের মন ছুঁয়ে যাবে।


1000014445.jpg

বর্ষসেরা এই উপহারটি পেয়ে তিনি সত্যিই গর্বিত।

কারণ কবিতা তাকে এনে দিয়েছে কিছু অসাধারণ প্রাপ্তি। এত ছোট বয়সে,এত ছোট সময়ে,এত বেশি অর্জন। যা সত্যিই অভাবনীয়।💞



photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ক্রিয়েটিভ রাইটিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

তোমার এই পোস্টটি আজকের ফিচারড পোস্ট হওয়ায় দারুণ আনন্দ হল৷ দুর্দান্ত ভাবে কবিতা জীবনে প্রাপ্তির কথা লিখলে৷ আমার বাংলা ব্লগে তোমার পুরস্কার প্রাপ্তির বিষয়টা ভীষণ আনন্দদায়ক৷ তোমার সাফল্য আমায় খুব খুশি করে। দাদার তরফে পাঠানো কাপটা ভীষণ সুন্দর ও চমকপ্রদ

 3 days ago 

আমার বাংলা ব্লগে কবি হয়ে ওঠার গল্পটা আজ তোমার কাছে ভালো লেগেছে জেনে,,আমিও বেশ খুশি হলাম। তোমার উৎস এবং অনুপ্রেরণা আমাকে উজ্জীবিত করে বারংবার। অনেক অনেক শুভকামনা তোমার জন্যও। 💞

 2 days ago 

আমাদের কমিউনিটির সদস‍্যদের কবিতার প্রতি আগ্রহ তৈরি করতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দাদা। তবে আমি কিন্তু আপনার কবিতা গুলো প্রথম থেকেই পড়তাম আপু। কী চমৎকার লেখেন আপু। নিজের কাজের এমন সম্মাননা এমন পুরষ্কার পেলে মনটা ভালো হয়ে যাওয়া একেবারে স্বাভাবিক। অনেক ভালো লাগল আপনার পোস্ট টা পড়ে আপু আপনার জন্য শুভকামনা । এগিয়ে যান আপু।

 2 days ago 

একদম ঠিক বলেছেন। নিজের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেতে,খুবই ভালো লাগে।খুব গর্বের বিষয় এটি। আমি জানতাম শুরু থেকেই আপনি আমার কবিতা পড়তেন।এবং সুন্দর সুন্দর উৎসহমূলক মন্তব্য করতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 💞