বৈশাখী প্রেমের অণুকবিতায়
প্রেমের ছড়াছড়ি,
বৈশাখী মেলায় যায় জমে যায়
তুমুল ঘোরাঘুরি।
রেশমি চুড়ির ঝনঝঝনি আর
সিঁদুর রাঙা টিপ,
হৃদয় মাঝে ছড়িয়ে দেয়
ভালবাসার দীপ।
দাদা তোমার অনু কবিতা
লেগেছে ভীষণ ভালো,
প্রেমিকযুগল মনে দেখো
ছড়িয়েছে আলো।
বৈশাখী প্রেমের অণুকবিতায়
প্রেমের ছড়াছড়ি,
বৈশাখী মেলায় যায় জমে যায়
তুমুল ঘোরাঘুরি।
রেশমি চুড়ির ঝনঝঝনি আর
সিঁদুর রাঙা টিপ,
হৃদয় মাঝে ছড়িয়ে দেয়
ভালবাসার দীপ।
দাদা তোমার অনু কবিতা
লেগেছে ভীষণ ভালো,
প্রেমিকযুগল মনে দেখো
ছড়িয়েছে আলো।
সুন্দর ছন্দ তালে কমেন্ট করেছেন আপু।মুগ্ধ হয়ে গেলাম।কবিতা পোস্ট গুলোতে এমন করে কমেন্ট করা গেলে কিন্তু মন্দ হয়না আপু।তাতে প্র্যাক্টিস ও হয়ে যাবে একসাথে।অসাধারণ হইছে আপু।
অনেক আগে তো তাই করতাম। এমনকি রেসিপি পোস্টগুলো আমি ছড়ায় ছড়ায় করতাম। আপনার কাছে ভালো লেগেছে
জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।