You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৪৪ || ঘরের শত্রু বিভীষণ, কেন বলা হয় কথাটি।

in আমার বাংলা ব্লগ2 months ago

"ঘরের শত্রু বিভীষণ" কথাটি সাধারণত ওইসব মানুষদের নির্দেশ করে, যারা নিজেদের ঘর, পরিবার বা সংগঠনের মধ্যে থেকেই ক্ষতি করেন। রামায়ণের বিভীষণ চরিত্রকে এই অর্থে উল্লেখ করা হয়, কারণ তিনি নিজের পরিবার (রাবণের) বিরুদ্ধে গিয়ে সঠিক পথে দাঁড়িয়েছিলেন এবং রামচন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন। এর মাধ্যমে বোঝানো হয় যে, কখনও কখনও ঘরের শত্রুরা বাইরে থেকে নয়, বরং নিজের দলের মধ্য থেকেই আসতে পারে।