ভাইফোঁটা এই শব্দটি শুনতে আমার মনে দারুন একটা অনুভূতির সৃষ্টি হয়। ভাই বোনের মধুর সম্পর্ককে আরও দৃঢ় করতে, ভাইদের কল্যাণের জন্য বোনেরা উপবাস করে যে ফোটা ভাইদের কপালে দিয়ে দেন সেটা নিঃসন্দেহে কল্যাণকর। সকল ভাই বোনের সম্পর্ক গুলো মধুময় হোক, সকল অশুভ শক্তি থেকে ভাই বোনেরা মুক্তি পাক এটাই প্রত্যাশা ও প্রার্থনা।