জেনারেল রাইটিং:-) আপন ভেবে কাউকে মনের কথা বলতে নেই।।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

1_20240531_224805_0000.png

ব্যস্তময় জীবন চলছে যেন রোবটিক্স এর মত। নেই ঘুম নেই শান্তি নেই তেমন একটা বিশ্রাম। শুধু পরিশ্রম আর পরিশ্রম। এভাবেই চলছে প্রতিনিয়ত জীবন। তারপরেও যেন নিজেকে খারাপ লাগার মধ্য দিয়েও ভালোলাগা শুরু হয়ে গিয়েছে। খারাপ অবস্থায় থাকার পরেও কেন জানি মনের মধ্যে আর মনে হয় না আমি ভালো নেই। এখন কথা হচ্ছে যখন একজন মানুষ একটা পরিবেশে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায় তখন সেই পরিবেশটাই তার কাছে ভালো হয়ে যায় খারাপ বলতে সে কিছুই আর বোঝেনা । কেননা সে সর্বদা খারাপ অবস্থানের মধ্য দিয়ে চলে আসছে। কিন্তু আমাদের জীবন যে অবস্থাতেই থাকুক না কেনো ,সেই অবস্থার মধ্যে যদি মানুষরূপী কিছু বিশ্বাসঘাতক সেখানে আরো আঘাত করে তাহলে জীবনটা যেন দুর্বিসহ হয়ে ওঠে। তেমন কিছু বিশ্বাসঘাতক মানুষ সম্পর্কে আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে।

জীবনের প্রতিটা ধাপেই আমরা অনেক মানুষের সাথেই জড়িয়ে থাকি। কত স্থানে কত রকমের লোকের সাথে আমাদের পরিচয়। এটা আমাদের নিত্যদিনের অবস্থা। আমরা নিজেদের কর্ম করার নিরিখে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়। সেই জায়গাগুলোতে আমাদের অতি নিকটবর্তী কিছু মানুষ হয়ে ওঠে। তাদেরকে তো মানুষ বললে ভুল হবে আসলে মানুষরূপী হচ্ছে নেমকহারাম বা বিশ্বাসঘাতক।

অবশ্য দোষটা অন্য কাউকে দিয়ে লাভ নেই কেননা আমরা যদি আমাদের জীবনে ভুল মানুষকে বন্ধু বানাই তাহলে অবশ্যই আমাদের তার ভোগান্তি ভবিষ্যতে পোহাতে হবে এটাই স্বাভাবিক। আর আপনার সাথে আপনার তৈরি করা সেই বন্ধু এমন ব্যবহার করবে মনে হবে যেন সে আপনার অধিক নিকটবর্তী একজন মানুষ এবং আপনার অনেক কাছের। কিন্তু লক্ষ্য করে দেখবেন বা খেয়াল করে দেখবেন সে শুধুমাত্র আপনার চোখের সামনেই আপনার কাছে যথেষ্ট সঠিক। অথচ আপনার দৃষ্টির অগোচরে সে আপনার বিরুদ্ধে মানুষের মাঝে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে যায়। অথচ আপনার সামনে সে খুবই ভালো প্রকৃতির এবং ভালো মন মানসিকতার একজন মানুষ হওয়ার অভিনয় করবে মাত্র। কিন্তু ভিতরে ভিতরে আপনার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র তৈরি করে যাবে।

আপন ভেবে কাউকে কখনো নিজের মনের কথা কিংবা সিক্রেট কথাগুলো বলতে যাবেন না। নতুবা আপনার বলা সেই আপনার সিক্রেট কিংবা গোপন কথাগুলো দিয়েই সে আপনাকে সুযোগ বুঝে আঘাত করবে। যেটা আপনি কখনোই সহ্য করতে পারবেন না। মানুষ আসলেই সময়ের গতির চেয়েও দ্রুত গতিতে পাল্টে যায়। কাউকে বিশ্বাস করা খুবই কঠিন বিষয়। এইতো বেশ কিছুদিন আগে আমার এক কাছের বন্ধুকে কিছু সিক্রেট কথা বলেছিলাম আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আজকে অন্যের কাছ থেকে শুনতে পেলাম সে আমার বলা কথাগুলোকে সবার মাঝেই বিলিয়ে দিয়েছে। এতে কথাগুলো শুনে আমার কাছে যতটা না খারাপ লেগেছে তার থেকেও বেশি খারাপ লেগেছে আমার বন্ধুর উপর থেকে বিশ্বাস উঠে গিয়ে। কেননা সে আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি।

বন্ধুরা আপনাদেরকে এটুকুই বলবো শুধু নিজের গোপন কথাগুলো কেবলমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। অন্য কাউকে অতি আপন ভেবে কিংবা খুব কাছের মানুষ ভেবে কখনো বলতে যাবেন না। না হলে আপনার জীবনের সংকটপূর্ণ সময়ে বা আপনার দুর্বল জায়গা বুঝে সঠিক সময় বুঝে আপনাকেই সেই কথাগুলো দিয়ে আঘাত করবে। সুতরাং আপন ভেবে কাউকে কখনো নিজের মনের কথা বলতে যাবেন না এটাই আমাদের প্রত্যেকের জন্য হবে শ্রেয়।

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  
 4 months ago 

ভাই আপনার পোস্ট সম্পূর্ণ পড়ে খুবই ভালো লাগলো। বর্তমান সমাজে কাউকে বিশ্বাস করতে নেই। আপনার বন্ধুর কাছে আপনি বিশ্বাস করে সিক্রেট কিংবা গোপন কথাগুলো বলেছিলেন কিন্তু সে গোপন না রেখে সবাইকে বলে দিয়েছে। তাই আপনার অনেক বড় ক্ষতি হয়েছে। তাই আপন ভেবে কাউকে মনের কথা বলতে নেই। কেননা বিশ্বাসঘাতক মানুষ আমাদের আশেপাশেই রয়েছে,ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমার বন্ধু আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি। আপন ভেবে আসলেই কাউকে কখনোই নিজের সিক্রেট কথা বলতে নেই নতুবা নিজেই সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের উচিত আসলেই ভুল মানুষকে এড়িয়ে চলা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

একদম ঠিক। জীবনে কাউকেউ আপন ভেবে মনের কথা বলা ঠিক নয়। আর এই কাজটি আমি যত বারই করেছি তত বারই আমি ধরা খেয়েছি। আপনি কিন্তু এই বিষয়টি আমোদের মাঝে বেশ গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমি নিজেই এইবার ধরা খেলাম আপু এজন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আর এমন ভুল হবে না। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 4 months ago 

একদম ঠিক বলেছেন ভাই মানুষ যখন যেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয় সেটাই তার কাছে ভালো।খারাপ সময়ের সাথে খাপ খাইয়ে নিতে নিতে আর খারাপ লাগে না।দারুন একটি ব্লগ লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

জি ভাই মানুষ অভ্যাসের দাস। যখন যে পরিস্থিতিতে প্রতিনিয়ত চলতে থাকে তখন সেই পরিস্থিতির সাথেই খারাপ খাইয়ে নেয়। পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনি ঠিক বলেছেন কাউকে আপন ভেবে মনের কথা বলা মোটে ও ঠিক নয়। আসলে কিছু কিছু মানুষ আছে যারা শুধু মানুষের দূর্বল জায়গা খোঁজে। আর যারা সহজে মানুষকে বিশ্বাস করে তারা ধরা ও বেশি খায়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

কিছু বিশ্বাসঘাতক মানুষ আমাদের জীবনে জড়িয়ে থেকেই যায় আপু। আমাদের উচিত ঐ লোকগুলোকে বর্জন করা নতুবা তারা আমাদের দুর্বল পয়েন্টগুলোতেই শুধুমাত্র আঘাত ভাঙবে যাতে আমরা নিঃশেষ হয়ে যাই। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 4 months ago 

আসলে ভাই মানুষকে বিশ্বাস করলে সমস্যা এমনটা বলবো না তবে আপনি যদি ভুল মানুষকে আপন মনে করেন তাহলে সে ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে এটা স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে সঠিক মানুষ নির্বাচন করাই কষ্টকর। সুন্দর লিখেছেন ভালো লাগলো ভাই।

 4 months ago 

আপনিও একদম যথার্থ বলেছেন ভাই যদি আমরা ভুল নৌকায় উঠি তাহলে তো নৌকা মাঝ নদীতে ডুবে যাবে এটাই স্বাভাবিক। আসলেই আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যাচাই করে সঠিক মানুষকে বন্ধুরূপে গ্রহণ করতেই হবে তাহলেই প্রতারিত হওয়ার চান্স কম। আপনার গতানুগতিক মন্তব্যের জন্য ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 4 months ago 

আপনার পোস্টটি বেশ সুন্দর একটি টপিক নিয়ে লেখা।নিজের মনের কথা বলা মানেই একজনের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা।আর এজন্যই পরে নিজেকে সাফার করতে হয় নিজের বোকামির জন্য।আমি এ ব্যাপারে সবসময় নিজেকে সংযত রাখি ১০০ পার্সেন্ট লয়াল কেউ নেই দুনিয়ায়।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

আসলেই আপু ১০০% লয়্যাল মানুষ জীবনে পাওয়া খুবই কঠিন। আমার পোস্ট এর টপিকটি আপনার ভালো লেগেছে শুনে আমার কাছেও ভালো লাগলো। সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

অনেক ভালো কিছু কথা বলেছেন ভাই, আমি ও একমত।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমার কথার সাথে একমত হওয়ার জন্য।

 4 months ago 

আমাদের সবচাইতে বেশি ক্ষতি কিন্তু কোন শএু করে না। এটা করে থাকে আমাদের বন্ধু। যে আমাদের সবকিছু জানে এরকম কেউ। খারাপ পরিস্থিতিতে থাকতে থাকতে একসময় সেটাও আমাদের ভালো লাগতে শুরু করে। এই যে বললেন না ভুল মানুষ কে বন্ধু বানানো ঠিক না এর ভুক্তভোগী আমি নিজেও হা হা। দারুণ লিখেছেন ভাই। একেবারে বাস্তবতা ছিল যেন আপনার লেখাটা। ধন্যবাদ আপনাকে।।

 4 months ago 

আপনার মতই আমিও ভুক্তভোগী হয়ে গেছি ভাইয়া। এরকম পরিবেশগুলোতে থাকতে থাকতে আসলে এগুলোর সাথে নিজের একটা মনে হয় যেন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।