।।✍️স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা✍️।। original poetry by @shahid540
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিল যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
অনিশ্চিত এ জীবনে বেঁধেছি শত আশা
রবো ধরায় কতদিন নেই তার ভরসা,
আশায় আশায় চলছে জীবন
আশায় ভরা মন,
সাফল্যের খোঁজে ছুটে চলেছে সর্বক্ষণ।
📝অনু কবিতা নং:-২📝
মানুষ হয়ে জন্মেছি মোরা
সৃষ্টির সেরা জীব,
তবুও কেনো অমানুষ মোরা?
ভালো, মন্দের নেই হুশ।
বাঁচি মোরা নিজের তরে
ভাবিনা কভু অন্যের তরে,
সমাজ আজ গভীর অসুস্থ
ঠকবাজ লোকে এ ধরা বেষ্টিত।
📝অনু কবিতা নং:-৩📝
হে মানব,
সু শিক্ষায় শিক্ষিত হও অবনত মস্তকে
নিজ কর্মের গুনে দাড়াও, মাথা উঁচু করে।
ঐ শিক্ষা করো পরিত্যাজ্য
যা তোমাকে করে প্রাণী সমতুল্য।
অহংকারে নয়,চরিত্রে হও গুণবান
তবেই পাবে প্রকৃত সুখের সন্ধান।
📝অনু কবিতা নং:-📝
জীবের প্রতি হও দয়ালু
জীবে করো প্রেম,
সবিতো স্রষ্টার সৃষ্টি ভুলোনা কভু
জিবে আত্মনিয়োগে মিলিবে স্রষ্টার প্রেম।
করোনা অবমাননা রবের সৃষ্টিকে
তব পাবেনা শান্তি কভু এই ভুবনে।
যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের মানুষদের ও বেজায় পরিবর্তন ঘটেছে।আমরা আজ নিজের চিন্তাতেই মত্ত থাকি।ভাবিনা কভু অন্য মানুষ কে নিয়ে। নিজের সব কিছু ঠিক থাকলে মনে করি সব ঠিক আছে।তাতে এখন অন্যের যাই হবার হোক।আমাদের মানুষদের মধ্যে এখন কতই অহংবোধ এর সৃষ্টি হয়েছে।স্রষ্টার অন্য জীব কে এখন আমরা অতি তুচ্ছ মনে করি।যা সত্যিকার অর্থেই নিন্দনীয়।রবের সৃষ্টি সব কিছুকেই সমান গুরুত্ব দিন তবেই রবের সন্তুষ্টি লাভ হবে।আবার লক্ষ্য করলে সমাজে দেখা যায় কিছু কিছু আধা শিক্ষিত মানুষ আছেন যারা নিজের শিক্ষার প্রতিফলন কে এমন ভাবে প্রকাশ করে যেন তিনি শ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি।কিন্তু কাজের বেলায় মূর্খের মতো কাজ করে তারা।এরকম মানুষের থেকে দূরে থাকাই শ্রেয়।যাইহোক আমার আজকের অনু কবিতা গুলি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।
........................................................................
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
ভালো কয়েকটি অণুকবিতা লেখবার চেষ্টা করেছেন। সবকটি পড়লাম। মানব জীবনের কিছু অত্যাবশ্যক মুহূর্তকে তুলে ধরেছেন আপনার কবিতাগুলির মধ্যে দিয়ে। তবে কয়েকটি জায়গায় বানানগুলো একটু দেখে নেবেন। মনে হয় ভয়েস টাইপিং এর কারণে ভুল হয়েছে। যেমন - সবিতো, জিব ইত্যাদি।
x promotion
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আশা করি আপনার লেখা কবিতা পরবর্তীতেও পড়তে পারব।
একদম ঠিক বলেছেন ভাইয়া কবিতা অল্প লাইনের মধ্যে অনেক কিছু ফুটিয়ে তোলা যায়। আবার অনেক কথা যেগুলো মুখে বলা যায় না সেগুলো কবিতার মাধ্যমে লিখে প্রকাশ করা যায়। আপনার আজকের কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। সবগুলো কবিতাই ভালো লেগেছে আমার কাছে।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, সব গুলো অনু কবিতার লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারবো।
ডেইলি টাস্ক প্রুফ,
ঠিক বলেছেন ভাইয়া। কবিতা ও কবির চিন্তা মননশীল আর মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আজ যেভাবে আপনি আপনার মনের ভাব আর অনুভূতি দিয়ে প্রতিটা অনু কবিতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। আপনার অনু কবিতাগুলো ও তার প্রতিটি লাইন সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
বাস্তবধর্মী কিছু কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি প্রতিটি কবিতা আমার কাছে দারুণ লেগেছে। সত্যিই আমরা সৃষ্টির সেরা জীব হয়েও কতটা বেহুশ। আপনার অনু' কবিতা গুলোর প্রতিটি লাইন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। প্রতিটি লাইন থেকে শেখার আছে। ভালো লাগলো আপনার কবিতাগুলো পড়ে।
আপনার লেখা একগুচ্ছ মানবতা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দরভাবে আপনি কবিতাগুলো লিখেছেন। ছোট ছোট কবিতার মধ্য দিয়ে মনের অনুভূতি প্রকাশ করা যায়। বেশ দারুণভাবে প্রকাশ পেয়েছে আপনার অনুভূতিগুলো।
অনু কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর একগুচ্ছ অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি। লাইনগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে কবিতাগুলো শেয়ার করার জন্য।
আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।